Advertisement
২৭ এপ্রিল ২০২৪

পিছু হটল সরকার, এনডিটিভির উপর নিষেধাজ্ঞা স্থগিত

চাপের মুখে পড়ে এনডিটিভির সম্প্রচারে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে আপাতত পিছু হটল নরেন্দ্র মোদী সরকার। এনডিটিভির কর্ণধার প্রণয় রায়ের সঙ্গে আজ সন্ধ্যায় বৈঠক হয় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডুর।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৬ ০৩:৩৪
Share: Save:

চাপের মুখে পড়ে এনডিটিভির সম্প্রচারে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে আপাতত পিছু হটল নরেন্দ্র মোদী সরকার।

এনডিটিভির কর্ণধার প্রণয় রায়ের সঙ্গে আজ সন্ধ্যায় বৈঠক হয় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডুর। সেই বৈঠকের পরেই মন্ত্রক সূত্রে জানানো হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আপাতত এই সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। আজই এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে শীর্ষ আদালতেরও দ্বারস্থ হয়েছে এনডিটিভি। সুপ্রিম কোর্টে পেশ করা এক আর্জিতে তারা জানিয়েছে, আইনের যে ধারার ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে তা সংবিধান-বিরোধী। চ্যানেল সূত্রে খবর, কাল সুপ্রিম কোর্টে ওই আর্জি নিয়ে প্রাথমিক সওয়াল করার কথা তাদের আইনজীবীর। তার আগেই সরকার স্থগিতাদেশ জারি করল।

২০১৫ সালে জঙ্গি দমন অভিযান নিয়ে সংবাদ সম্প্রচারের উপরে কিছু নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। কারণ, ওই সম্প্রচার থেকে বিদেশে বসে থাকা জঙ্গিদের হ্যান্ডলাররা অনেক খবর পেয়ে যায় বলে জানিয়েছিলেন গোয়েন্দারা। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আন্তঃমন্ত্রক কমিটি জানায়, পঠানকোট হামলার সময়ে এনডিটিভি ইন্ডিয়া ওই নিষেধাজ্ঞা ভেঙেছে। কমিটির সুপারিশ মেনে ৯ নভেম্বর রাত একটা থেকে ২৪ ঘণ্টা চ্যানেলটির সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয় কেন্দ্র। এনডিটিভির পাল্টা দাবি, তারা যে সব তথ্য প্রকাশ করেছে সেগুলি সেনারই দেওয়া। অন্য সংবাদমাধ্যমও ওই তথ্য প্রকাশ করেছে। সম্প্রচার বন্ধের পরেই মোদী সরকারের বিরুদ্ধে দ্বিতীয় জরুরি অবস্থা জারির অভিযোগ তোলে সাংবাদিককুল ও বিরোধী রাজনৈতিক দলগুলি। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে আজও রাহুল গাঁধী বলেন, ‘‘জাতীয় নিরাপত্তার আড়ালে আসলে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছে মোদী সরকার।’’ এ দিন সাংবাদিক ও সম্পাদকদের সংগঠন একযোগে দিল্লির প্রেস ক্লাবে প্রতিবাদ করে।

গত কয়েক দিন ধরে বিজেপির অনেক নেতা ঘরোয়া আলোচনায় স্বীকার করে নেন, একটি চ্যানেলকে শাস্তি দিয়ে বাকিদেরও বার্তা দেওয়া হচ্ছে। কিন্তু তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু বার বার বলে এসেছেন, ‘‘নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। জরুরি অবস্থার সঙ্গে এর তুলনা হয় না।’’

প্রশ্ন হল, তা হলে আজ কেন পিছু হটল সরকার?

টুইটারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডুর দাবি, এনডিটিভি কর্তৃপক্ষই তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তাঁরা জানান, আন্তঃমন্ত্রক কমিটিতে এনডিটিভির মতামত ঠিকমতো শোনা হয়নি। ফলে আপাতত সরকারি সিদ্ধান্ত স্থগিত রেখে তাঁদের বক্তব্য ফের জানানোর সুযোগ দেওয়া হোক। কেন্দ্র সেই অনুরোধ মেনে নিয়েছে। এনডিএ সরকার কংগ্রেসের মতো সংবাদমাধ্যমের কণ্ঠরোধে বিশ্বাস করে না। অন্য দিকে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার দাবি, ‘‘সত্যের জয় হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

NDTV one day ban
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE