Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Mumbai power outrage

বিদ্যুৎ বিপর্যয় কাটিয়ে ছন্দে বাণিজ্যনগরী, শুরু ট্রেন পরিষেবাও

টাটার ইলেকট্রিক সাপ্লাই ব্যাহত হওয়ার জেরেই এই বিদ্যুৎ বিপর্যয়।

বিদ্যুৎ বিপর্যয়ে বিপর্যস্ত দেশের বাণিজ্যনগরী।

বিদ্যুৎ বিপর্যয়ে বিপর্যস্ত দেশের বাণিজ্যনগরী।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২০ ১১:৪৪
Share: Save:

টাটার ইলেকট্রিক সাপ্লাই ব্যাহত হওয়ায় সোমবার সকালে বিদ্যুৎহীন হয়ে পড়ে মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকা। যার জেরে সমস্যায় পড়েছিলেন মুম্বইবাসী। যান্ত্রিক সমস্যা মিটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশের বাণিজ্যনগরী। ঠাণে, মুম্বই, কল্যাণ ও নবি মুম্বইয়ের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা ফের চালু হয়েছে। ঘণ্টা খানেক বন্ধ থাকার পর শুরু হয়েছে শহরতলির ট্রেন পরিষেবাও।

মুম্বই, ঠাণে, নবি মুম্বই ছাড়াও আরও বেশ কয়েকটি এলাকা সোমবার সকাল ১০টা থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে। জুহু, আন্ধেরী, মিরা রোজ, নবি মুম্বই সবথেকে বেশি বিপর্যস্ত হয়েছিল। এ নিয়ে বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (বেস্ট)-এর তরফে জানানো হয়, টাটার ইনকামিং ইলেকট্রিক সাপ্পাই ব্যাহত হওয়ার জেরেই এই পাওয়ার কাট। মহারাষ্ট্রের বিদ্যুৎ দফতরের মন্ত্রী নিতিন রাউত বলেছিলেন, ‘‘কালভা-পাডঘা সার্কিট-২ এ যান্ত্রিক গোলযোগের জন্য ঠাণে ও মুম্বইয়ের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমাদের কর্মীরা কাজ করছে। আশা করি দ্রুত সমস্যা মিটে যাবে।’’ সমস্যার দ্রুত সমাধানের জন্য আসরে নামেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও।

বিদ্যুৎ বিপর্যয়ের জেরে বিপর্যস্ত হয়েছিল মুম্বই শহরতলির ট্রেন পরিষেবা। বেশ কিছু স্টেশনে ট্রেন থেমে যাওয়ায় আটকে পড়েছিলেন যাত্রীরা। ট্রেন থেকে নেমে রেললাইন ধরে যাত্রীদের হেঁটে যাওয়ার ছবিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বেশ কিছু ট্রেনও বাতিল করা হয়েছিল। ঘণ্টাখানের বন্ধ থাকার পর মুম্বই শহরতলির লোকাল ট্রেন পরিষেবা ফের চালু হয়েছে। ওয়েস্টার্ন রেল ও সেন্ট্রাল রেলের তরফে ট্রেন চলাচল স্বাভাবিকের বিষয়টি জানানো হয়েছে। যদিও বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যেই স্বাভাবিক ছিল স্টক এক্সচেঞ্জ ও বিমানবন্দরের পরিষেবা।

সপ্তাহের শুরুতেই এই বিদ্যুৎ বিপর্যয়ে স্তব্ধ হয়েছিল দেশের বাণিজ্যনগরী। বিদ্যুৎ চলে যাওয়ার বিষয়টি কিছু ক্ষণের মধ্যেই উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। অধিকাংশেরই প্রশ্ন, কোন এলাকায় বিদ্যুত্ পরিষেবা স্বাভাবিক রয়েছে। এক টুইট ব্যবহারকারী লিখেছেন, ‘‘সকলেরই ইলেকট্রিসিটি গিয়েছে? কী চলছে?’’ অপর এক জন লিখেছেন, ‘‘সারা মুম্বইয়ের কারেন্ট নেই।’’ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মুম্বইবাসী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mumbai Power Cut
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE