Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কোঝিকোড় কাণ্ডে খুনের মামলা, ১০ জন আটক

কোঝিকোড়ের করিপুর আন্তর্জাতিক বিমানবন্দরে গুলিচালনার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করল কেরল পুলিশ। গত রাতে করিপুর বিমানবন্দরে কর্তব্যরত সিআইএসএফ জওয়ান ও এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এএআই)-র কিছু কর্মীর বচসায় গুলি চললে মৃত্যু হয় জয়পাল যাদব নামে এক জওয়ানের।

সংবাদ সংস্থা
কোঝিকোড় শেষ আপডেট: ১২ জুন ২০১৫ ০৩:৩৬
Share: Save:

কোঝিকোড়ের করিপুর আন্তর্জাতিক বিমানবন্দরে গুলিচালনার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করল কেরল পুলিশ। গত রাতে করিপুর বিমানবন্দরে কর্তব্যরত সিআইএসএফ জওয়ান ও এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এএআই)-র কিছু কর্মীর বচসায় গুলি চললে মৃত্যু হয় জয়পাল যাদব নামে এক জওয়ানের। তার পর রণক্ষেত্রের চেহারা নেয় বিমানবন্দর। রাত থেকে ছ’ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ থাকে।

এই ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে খুন-সহ একাধিক ধারায় মামলা হয়েছে। আটক হয়েছেন বিমানবন্দরের ১০ কর্মী। কেরলের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা জানিয়েছেন, তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। আজ ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে যায়। করিপুর বিমানবন্দরের ডিরেক্টর জনার্দন জানান, আজ ভোরে বিমান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ মোতায়েন রয়েছে বিমানবন্দরে।

পুলিশ জানাচ্ছে, কাল এটিসি গেটে কয়েক জন এএআই কর্মীর তল্লাশি শুরু করেন সিআইএসএফের কনস্টেবল যাদব ও এক জওয়ান। তল্লাশিতে আপত্তি করেন এক এয়ারপোর্ট কর্মী। তিনিই নাকি ১০-১৫ জন সহকর্মীকে ডেকে আনেন। অভিযোগ, সেই সময়েই এক জওয়ানের পিস্তল ছিনিয়ে নেন এএআই কর্মীরা। সেই পিস্তল থেকেই গুলি চলে। কনস্টেবল যাদবের মাথায় লাগে গুলিটি। এর পরই বিমানবন্দর চত্বরে তাণ্ডব শুরু করেন সিআইএসএফ জওয়ানরা। কর্তৃপক্ষ জানাচ্ছেন, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, কী ভাবে বিমানবন্দরের দামি, জানলার কাচ ভেঙেছেন জওয়ানরা। যাত্রীদেরও তাঁরা শাসিয়েছেন বলে অভিযোগ। কী ভাবে গুলি চলে, তা খতিয়ে দেখছে পুলিশ। সিআইএসএফ-এর পিস্তল ছিনিয়ে নেওয়ার ঘটনা অস্বীকার করেছেন এএআই কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE