Advertisement
১১ মে ২০২৪

‘সার্জিকাল স্ট্রাইক নয়া নীতি’, কাশ্মীরে মোদী

উপত্যকা সফরে গিয়ে মোদী জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নজির আহমেদ ওয়ানি-সহ নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রীনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।—ছবি এএফপি।

শ্রীনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।—ছবি এএফপি।

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১৬
Share: Save:

সন্ত্রাসবাদ রুখতে তাঁর সরকার কোনও রকম শৈথিল্য দেখাবে না বলে আজ শ্রীনগরে ফের জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে সার্জিকাল স্ট্রাইক বিশ্বকে দেখিয়ে দিয়েছে, সন্ত্রাস দমনে এখন এটাই ভারতের নীতি এবং রীতি।

উপত্যকা সফরে গিয়ে মোদী জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নজির আহমেদ ওয়ানি-সহ নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান। পরে এক অনুষ্ঠানে জম্মু-কাশ্মীরের যুব সমাজকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘‘জঙ্গিদের উপযুক্ত জবাব দেওয়া হবে। এ রাজ্যে সন্ত্রাসের মেরুদণ্ড ভেঙে দেবে সরকার।’’ নিহত জওয়ানদের লড়াইয়ের উচ্ছ্বসিত প্রশংসা করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, যাঁরা স্বপ্নপূরণের জন্য বাঁচেন, তাঁরাই নায়ক (হিরো) এবং যারা অন্যের স্বপ্নকে হত্যা করে, তারা সবচেয়ে বড় কাপুরুষ। মোদীর কথায়, ‘‘কাশ্মীরে নিরীহ এবং নিরস্ত্র যুবকদের যে ভাবে জঙ্গিরা হত্যা করছে, তা দেখে গোটা দেশ ক্ষুব্ধ।’’

এর পরই প্রধানমন্ত্রী সার্জিকাল স্ট্রাইকের গুরুত্ব উল্লেখ করেন। তিনি বলেন, ‘‘সন্ত্রাস দমনে সার্জিকাল স্ট্রাইকই ভারতের নতুন নীতি এবং রীতি। এটা গোটা দুনিয়াকে দেখিয়ে দেওয়া গিয়েছে।’’ জম্মু-কাশ্মীরের উন্নয়নই তাঁর সরকারের প্রধান লক্ষ্য বলে এ দিন একাধিক বার দাবি করেছেন প্রধানমন্ত্রী। আজ তিনি একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন। লাদাখে একটি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন তিনি। এ ছাড়া তিনি জম্মু-শ্রীনগরে দু’টি এইমসের এবং জম্মুতে আইআইএমসির শিলান্যাস করেছেন। এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘আজ যে শিলান্যাস করলাম, আগামী দিনে তার উদ্বোধন করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Surgical Strike Narendra Modi Terrorism
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE