Advertisement
২৭ এপ্রিল ২০২৪

২০ অগস্ট থেকে মিলবে এনআরসি আবেদনপত্র

এনআরসি-তে নাম তোলার দাবি, আপত্তি ও শুদ্ধকরণ ফর্ম বিলির তারিখ ফের পিছোল। এনআরসি দফতর ঘোষণা করেছে, ২০ অগস্ট থেকে ওই তিন ধরনের আবেদনপত্র মিলবে। প্রথমে তারা জানিয়েছিল ৭ অগস্ট থেকে আবেদনপত্র দেওয়া হবে, ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৮ ০৪:৪১
Share: Save:

এনআরসি-তে নাম তোলার দাবি, আপত্তি ও শুদ্ধকরণ ফর্ম বিলির তারিখ ফের পিছোল। এনআরসি দফতর ঘোষণা করেছে, ২০ অগস্ট থেকে ওই তিন ধরনের আবেদনপত্র মিলবে। প্রথমে তারা জানিয়েছিল ৭ অগস্ট থেকে আবেদনপত্র দেওয়া হবে, ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে। কিন্তু পরে তা পিছিয়ে ১০ অগস্ট করা হয়।

তার পরেও ডাউনলোড করা ফর্মগুলিতে লেখা ছিল ‘স্পেসিমেন কপি’। তাই সেগুলি গ্রাহ্য হয়নি। আরও অন্য বিভ্রান্তি তৈরি হওয়ায় সেবাকেন্দ্রগুলি থেকে ১৫ অগস্টের পরে যোগাযোগ করতে বলা হয়। এ দিকে সুপ্রিম কোর্ট এনআরসি দফতরের সমন্বয়রক্ষাকারী আমলা প্রতীক হাজেলাকে বাইরে মুখ খুলতে মানা করার পর থেকে দফতরের সকলেই মুখ বন্ধ রেখেছেন।

এই পরিস্থিতিতে এনআরসি দফতর ঘোষণা করল ২০ অগস্ট থেকে ফর্ম সেবাকেন্দ্রেও মিলবে, ডাউনলোডও করা যাবে। ওই দিন থেকেই আবেদনপত্র পূরণ করে জমাও দেওয়া যাবে। এ দিকে কারেকশন ফর্মে অন্যান্য ক্ষেত্র শুদ্ধ করার ঘর থাকলেও লিঙ্গ শুদ্ধ করার ঘর না থাকায় সমস্যা হয়েছে। কারণ চূড়ান্ত খসড়ায় বহু পুরুষকে মহিলা ও বা তার উন্টো উল্লেখ করা হয়েছে। পরের আবেদনপত্রগুলিতে সেই ঘর রাখা হবে বলে আশা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

NRC Documents Assam Bihar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE