Advertisement
২৭ এপ্রিল ২০২৪

এক ধাক্কায় ৮৬ টাকা বাড়ায় গ্রাহকদের ফের গ্যাসে ভর্তুকি চাওয়ার আশঙ্কা

নরেন্দ্র মোদীর আবেদনে এক কোটিরও বেশি মানুষ রান্নার গ্যাসের ভর্তুকি ছেড়েছেন। এ বার সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৮৬ টাকা বাড়ায় তাঁদের অনেকে ফের ভর্তুকি চাইবেন বলে আশঙ্কা পেট্রোলিয়াম মন্ত্রকের।

প্রেমাংশু চৌধুরী
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৭ ০৩:২৮
Share: Save:

নরেন্দ্র মোদীর আবেদনে এক কোটিরও বেশি মানুষ রান্নার গ্যাসের ভর্তুকি ছেড়েছেন। এ বার সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৮৬ টাকা বাড়ায় তাঁদের অনেকে ফের ভর্তুকি চাইবেন বলে আশঙ্কা পেট্রোলিয়াম মন্ত্রকের।

বুধবার রাতে ভর্তুকি ছাড়া গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৮৬ টাকা বেড়েছে। একলাফে এতখানি দাম বৃদ্ধি আগে কখনও হয়নি। ফেব্রুয়ারিতে সিলিন্ডারের দাম ৬৬ টাকা বেড়েছিল। গত বছর সেপ্টেম্বর থেকে গ্যাসের দাম ধাপে ধাপে ২৭১ টাকা বেড়েছে। উত্তরপ্রদেশের ভোটে একে হাতিয়ার করে আজ মাঠে নেমেছেন অখিলেশ যাদব-অহমেদ পটেলের মতো সপা-কংগ্রেসের নেতারা। তাঁদের অভিযোগ, মোদী-অমিত শাহ উত্তরপ্রদেশে গিয়ে আমজনতার মন ভোলানো কথা বলছেন। অথচ চুপি চুপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে মানুষের উপর বোঝা বাড়াচ্ছেন। তেল সংস্থাগুলির অবশ্য যুক্তি বিশ্ব বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই দামা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: দিল্লির জল, দুধ বন্ধ করার হুমকি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE