Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মোদীর ‘সাজানো’ প্রশ্নে খোঁচা রাহুলের

আজ টুইটে রাহুল ব্যঙ্গের সুরে বললেন, ‘‘দেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি ‘স্বতঃস্ফূর্ত’ প্রশ্ন নেন আর অনুবাদকের কাছে আগে থেকে লেখা উত্তরও থাকে। ভাগ্যিস, তিনি আসল প্রশ্ন নেন না। সেটি করলে আমাদের সকলের কাছে সত্যিই বিড়ম্বনা হত!’’

রাহুল গাঁধী। ফাইল চিত্র।

রাহুল গাঁধী। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ জুন ২০১৮ ০২:৩৩
Share: Save:

ধরা পড়ে গিয়ে তিন দিন বেমালুম চুপ করে আছেন নরেন্দ্র মোদী। আজ বিঁধলেন রাহুল গাঁধী। গত শুক্রবার সিঙ্গাপুরে শ্রোতাদের প্রশ্নের জবাবে হিন্দিতে মোদী যা বললেন, অনুবাদক তার ইংরেজি করতে গিয়ে গড়গড় করে পড়ে ফেললেন বাড়তি অনেকটাই। হয়তো প্রধানমন্ত্রীর সেগুলো বলার ছিল, বলতে ভুলে গিয়েছেন।

কিন্তু অনুবাদক আগে থেকে লেখা উত্তরটি পড়লেন।

আজ টুইটে রাহুল ব্যঙ্গের সুরে বললেন, ‘‘দেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি ‘স্বতঃস্ফূর্ত’ প্রশ্ন নেন আর অনুবাদকের কাছে আগে থেকে লেখা উত্তরও থাকে। ভাগ্যিস, তিনি আসল প্রশ্ন নেন না। সেটি করলে আমাদের সকলের কাছে সত্যিই বিড়ম্বনা হত!’’

ঘরোয়া মহলে বিজেপি নেতারা কবুল করছেন, বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস এখন এমন তীক্ষ্ণ নজর রাখছে, যে পান থেকে চুন খসলেই রে-রে করে উঠছে।

কংগ্রেস বলছে, তিন মাস আগে এই সিঙ্গাপুরেই রাহুল গাঁধীকে যখন পরিবারতন্ত্র নিয়ে এক বাঙালি লেখক চাঁছাছোলা প্রশ্ন করছিলেন, সেই সময় গোটা বিজেপি হই-হই করে তার প্রচারে নেমেছিল। কিন্তু একটি বিষয় তো স্পষ্ট, মোদীর মতো রাহুল সাজানো প্রশ্ন-উত্তরের আয়োজন করে লোক দেখান না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE