Advertisement
২৬ এপ্রিল ২০২৪

তৃণমূলকে আলোচনায় ডাকলেন রাজনাথ

সুদীপবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সবুজ সঙ্কেত নিয়ে রাজনাথকে জানিয়ে দেন তিনি আলোচনার জন্য প্রস্তুত।

আলাপচারিতা: রাজনাথ সিংহের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

আলাপচারিতা: রাজনাথ সিংহের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১৩
Share: Save:

কয়েকটি বিষয় নিয়ে তৃণমূল সাংসদদের সঙ্গে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। সূত্রের খবর, আজ দুপুরে রাজনাথ নিজেই তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ডেকে এ কথা জানান। সুদীপবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সবুজ সঙ্কেত নিয়ে রাজনাথকে জানিয়ে দেন তিনি আলোচনার জন্য প্রস্তুত। স্থির হয়েছে আগামিকাল বাজেট পেশের পরে তৃণমূলের পাঁচ জনের সংসদীয় দল রাজনাথের কক্ষে গিয়ে তাঁর সঙ্গে দেখা করবে।

কী বিষয়ে রাজনাথ কথা বলতে চাইছেন তা স্পষ্ট করেননি তিনি। তৃণমূলের অনুমান, কাঁথির সাম্প্রতিক হিংসা নিয়ে কথা বলবেন তিনি। এই বিষয়টি নিয়ে ঘটনার দিনেই ফোনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন রাজনাথ। তখন মমতা স্পষ্ট ভাবে জানিয়ে দেন, কাঁথিতে হিংসার জন্য বিজেপিই দায়ী। তৃণমূল সূত্রের খবর, আগামিকালের বৈঠকে এই প্রসঙ্গ উঠলে একই বক্তব্য জানাবেন সাংসদেরা। ২ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ সফরে আসছেন রাজনাথ। সফরের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ করছে রাজ্য। এই পরিস্থিতিতে তাঁর সঙ্গে তৃণমূল সাংসদদের বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনীতিকেরা।

আজ লোকসভার অধিবেশন মুলতুবি হওয়ার পরে নিজের আসন ছেড়ে বিরোধীদের দিকে এগিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসিমুখে নমস্কার করেন বিরোধী নেতাদের। সুদীপবাবু তাঁকে বলেন, ‘‘আপনি গোটা বছর এমন হাসিমুখে থাকলেই তো ভাল। কিন্তু মাঝেমাঝে কেমন গম্ভীর হয়ে যান!’’ হাসি অটুট রেখেই প্রধানমন্ত্রী তাঁকে বলেন, ‘‘আপনারাই তো হাসিমুখে থাকতে দেন না!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Meeting TMC MHA Rajnath Singh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE