Advertisement
২৭ এপ্রিল ২০২৪
National News

বায়ুসেনার কেউ দাড়ি রাখতে পারবেন না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ভারতীয় বায়ুসেনার কোনও কর্তা, কোনও জওয়ান দাড়ি রাখতে পারবেন না৷ সেনাবাহিনীর প্রত্যেককেই এই নিয়ম মেনে চলতে হবে৷ বৃহস্পতিবার এ কথা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট৷

প্রতীকী ছবি-

প্রতীকী ছবি-

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৬ ১৭:৩১
Share: Save:

ভারতীয় বায়ুসেনার কোনও কর্তা, কোনও জওয়ান দাড়ি রাখতে পারবেন না৷ সেনাবাহিনীর প্রত্যেককেই এই নিয়ম মেনে চলতে হবে৷ বৃহস্পতিবার এ কথা স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট৷ ধর্মভেদে বায়ুসেনার কঠোর নিয়মের অন্যথা হবে না৷ এ দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টিএস ঠাকুরের নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দিল৷

বায়ুসেনা থেকে নির্বাসিত এক মুসলিম আবেদনকারী আনসারি আফতাব দাড়ি রাখার পক্ষে সওয়াল করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন৷ তাঁর দাবি ছিল, শিখ ধর্মাবলম্বী সেনাকর্মীদের যদি পাগড়ি পরার অধিকার থাকে, তাহলে মুসলিমদেরও সেনাবাহিনীতে দাড়ি রাখার অধিকার দেওয়া হোক৷ ২০০৮ সালে আনসারি আহমেদকে বায়ুসেনা থেকে নির্বাসিত করা হয়৷ পরে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন৷ ওই বছরই আরও দু’জন বায়ুসেনাকর্মী একই মর্মে মামলা দায়ের করেন৷

শীর্ষ আদালতকে বায়ুসেনার তরফে জানানো হয়, সব মুসলিম ধর্মালম্বী দাড়ি রাখেন না৷ দাড়ি দেখে মুসলিমদের চিহ্নিত করা যায় না৷ দাড়ি রাখাটা তাঁদের শখের ব্যাপার৷ ইসলাম ধর্মে কোথাও বলা নেই যে চুল বা দাড়ি বড় রাখতেই হবে৷ ওই বছরের শেষে তৎকালীন ইউপিএ সরকারের প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনি জানান, তাঁরা চান না সংখ্যালঘু মানুষজন কোনও কারণে বঞ্চিত হোন৷ যদিও পরে ইউপিএ সরকার বিষয়টি নিয়ে নতুন করে চিন্তাভাবনা করার জন্য আদালতের কাছে সময় চায়৷ সেই মামলারই চূড়ান্ত শুনানি ছিল এ দিন৷ আদালতের মতে, নিয়মানুবর্তিতার মধ্যে ধর্মকে এনে ফেললে চলবে না৷

আরও পড়ুন: মোদীর দুর্নীতি ফাঁস করে দেব, হুমকি রাহুল গাঁধীর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Air Force personnel Indian Air Force Beard
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE