Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Schools

১৮ জানুয়ারি থেকে দিল্লিতে দশম ও দ্বাদশ শ্রেণির জন্য খুলে দেওয়া হচ্ছে স্কুল

দিল্লির শিক্ষামন্ত্রী মণীশ সিসৌদিয়া বলেছেন, “স্কুলে আসার জন্য পড়ুয়াদের জোর করা হবে না।”

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ১৬:৩৮
Share: Save:

আগামী ১৮ জানুয়ারি থেকে দিল্লিতে দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুলে দেওয়ার অনুমতি দিল অরবিন্দ কোজরীবালের সরকার। তবে পাশাপাশি তারা এটাও জানিয়েছে, স্কুলে হাজিরার বিষয়টি ঐচ্ছিক হিসেবে রাখা হচ্ছে। যদি অভিভাবকরা চান, তা হলেই স্কুলে আসতে পারবে ছাত্রছাত্রীরা।

দিল্লির শিক্ষামন্ত্রী মণীশ সিসৌদিয়া বলেছেন, “স্কুলে আসার জন্য পড়ুয়াদের জোর করা হবে না। প্র্যাক্টিক্যাল, প্রজেক্ট এবং কাউন্সেলিংয়ের জন্য স্কুলগুলোকে খোলার অনুমতি দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “বোর্ড পূর্ববর্তী পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে একটা গাইডলাইন তৈরি করবেন স্কুলের প্রধান শিক্ষক।”

কোভিডের জেরে দীর্ঘ ১১ মাস হয়ে গেল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বিকল্প ব্যবস্থা হিসেবে অনলাইনে ক্লাস হচ্ছে পড়ুয়াদের। কিন্তু পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু বিষয়, যেমন প্র্যাক্টিক্যাল, প্রজেক্ট এ সব নিয়ে পড়ুয়ারা সংশয়ে পড়েছেন। সেই সংশয় কাটাতেই এই উদ্যোগ বলে মনে করছেন শিক্ষাবিদরা।

দিল্লির ডাইরেক্টরেট অব এডুকেশন-এর তরফে জানানো হয়েছে, সিলেবাসের বেশির ভাগটাই পড়ানো হয়ে গিয়েছে। তার পরেও পড়ুয়ারা যদি কোনও বিষয় বুঝতে না পারে, তা হলে স্কুলের শিক্ষকদের কাছ থেকে সেটা বুঝে নিতে পারবে। আর সে কারণেই স্কুলগুলোকে খোলার অনুমতি দেওয়া হয়েছে।

সেই সঙ্গে প্রতিটি স্কুলকে কোভিড বিধি মেনে ক্লাস করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Schools Delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE