Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Winter

তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস উত্তর ভারতে, মদ্যপানে বিরত থাকুন, আর্জি হাওয়া অফিসের

একই পরিস্থিতি চলবে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং উত্তর রাজস্থানেও।

ঠান্ডায় জবুথবু দিল্লি।

ঠান্ডায় জবুথবু দিল্লি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ১০:০৪
Share: Save:

২৮ ডিসেম্বর থেকে দিল্লিতে শৈত্যপ্রবাহের মাত্রা আরও ‘তীব্র’ হবে বলে জানাল দিল্লির মৌসম ভবন। একই পরিস্থিতি চলবে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং উত্তর রাজস্থানেও।

মৌসম ভবনের নির্দেশিকা উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, যেহেতু তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে, তাই এ সময় বাইরে বেশি না বেরনোই ভাল। এ সময়ে বাইরে বেশি সময় কাটালে জ্বর, সর্দি এবং নাক থেকে রক্ত বেরনোর মতো উপসর্গ বাড়তে পারে।

সুস্থ থাকতে ভিটামিন সি সমৃদ্ধ ফল খেতে বলা হয়েছে ওই নির্দেশিকায়। আরও বলা হয়েছে, এই সময়ে মদ্যপান এড়িয়ে যাওয়াই ভাল। কারণ মদ্যপান শরীরের তাপমাত্রাকে কমিয়ে দেয়।

মৌসম ভবনের আঞ্চলিক প্রধান কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, তাপমাত্রার পারদ নামলেও, রবি এবং সোমবার থেকে তাপমাত্রা সামান্য বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে হিমালয় অঞ্চলে। তবে কুলদীপ জানিয়েছেন, এটা সাময়িক। এই ঝঞ্ঝা কেটে গেলেই ফের কামড় বসাবে শীত।

কুলদীপ আরও জানান, পশ্চিমী ঝঞ্ঝার কারণে জম্মু, কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে তুষারপাত হবে। এই ঝঞ্ঝা সরে গেলেই পশ্চিম হিমালয়ে থেকে কনকনে ঠান্ডা বাতাস উত্তর ভারতে ঢুকতে শুরু করবে ফের। ফলে তাপমাত্রা এক ধাক্কায় ৩-৫ ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Winter Cold Wave Delhi IMD
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE