Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Shashi Tharoor

‘দিশাহীন’ দলে রাহুলকে নেতা চাইছেন তারুর

কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী হিসেবে সোমবারই এক বছর পূর্ণ হচ্ছে সনিয়ার।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ অগস্ট ২০২০ ০৫:৪৭
Share: Save:

কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী হিসেবে সনিয়া গাঁধীর বর্ষপূর্তির প্রাক্কালে দলের সর্বোচ্চ নেতৃত্বে ফের রাহুল গাঁধীকে ফেরানোর পক্ষে সওয়াল করলেন তিরুঅনন্তপুরমের সাংসদ শশী তারুর। শনিবার সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তারুর বলেন, এখনই রাহুলের উচিত ফের সভাপতির দায়িত্ব ভার তুলে নেওয়া। না হলে মানুষ মনে করছেন কংগ্রেস একটি নেতৃত্বহীন ও দিগ্ভ্রান্ত দল।

কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী হিসেবে সোমবারই এক বছর পূর্ণ হচ্ছে সনিয়ার। শশী তারুর বলেন, ‘‘সনিয়া গাঁধী যখন অন্তর্বর্তী সভানেত্রী হলেন, আমি সমর্থন করেছিলাম। কিন্তু কত দিন, আর কেনই বা তিনি এই বোঝা টানবেন? এটা অন্যায্যও। নেতৃত্বের বিষয়ে আমাদের স্পষ্ট একটা দিশা থাকা উচিত।’’ তারুরের কথায়, সংবাদ মাধ্যমও মনে করছে, স্থায়ী এক জন নেতা ছাড়া কংগ্রেস যোগ্য বিরোধী দল হয়ে উঠতে পারছে না। দলের সর্বোচ্চ নেতৃত্বের উচিত বিষয়টি বিবেচনা করা। তারুর বলেন, ‘‘আমি মনে করি দলকে সর্বোচ্চ নেতৃত্ব দেয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও গুণাবলী রাহুলের রয়েছে। তাঁর হাতে এই দায়িত্ব তুলে দেওয়া উচিত।’’ তিনি দেখান, করোনাভাইরাস সংক্রমণ থেকে চিনা আগ্রাসন— একের পর এক প্রশ্ন তুলে একাই সরকারকে নাস্তানাবুদ করেছেন রাহুল। তাই তাঁকেই সভাপতি পদের যোগ্য বলে মনে করেন তারুর। বলেন, ‘‘ছেড়ে দেওয়া সভাপতির পদ তুলে নিয়ে অন্তত ২০২২ পর্যন্ত তাঁর কাজ করা উচিত।’’

লোকসভা নির্বাচনের পরাজয়ের দায় নিয়ে রাহুল নিজেই সভাপতির দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। অনেক পীড়াপীড়িতেও তিনি সেই দায়িত্ব তুলে নিতে চাইছেন না। এ বারেও রাহুল দায়িত্ব নিতে না-চাইলে? তারুর নির্বাচনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘‘কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্যরা ভোট দিন। একাধিক নেতা সেই নির্বাচনে প্রার্থী হোন। ভোটের মাধ্যমেই নির্বাচিত হয়ে আসুন দলের এক জন সর্বোচ্চ নেতা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shashi Tharoor Rahul Gandhi Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE