Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Amarabati Girls College. anti love

প্রেমদিবসে প্রেমের বিরুদ্ধে শপথ

ভিডিয়োটি সামনে আসতেই শুরু হয়েছে প্রবল সমালোচনা।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
অমরাবতী শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৪৪
Share: Save:

তাঁরা কারও প্রেমে পড়বেন না বা ভালবেসে বিয়েও করবেন না।

প্রেমদিবসে এমনই ‘শপথ’ নিতে বাধ্য করা হল মহারাষ্ট্রের অমরাবতীর একটি মহিলা কলেজের পড়ুয়াদের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, শপথ নেওয়ার ভঙ্গিতে সার বেঁধে, হাত সামনে রেখে দাঁড়িয়ে রয়েছেন ছাত্রীরা। সামনে এক শিক্ষকও রয়েছেন। ভিডিয়োটি সামনে আসতেই শুরু হয়েছে প্রবল সমালোচনা।

অমরাবতীর চন্দুর রেলওয়ে এলাকার মহিলা কলা ও বাণিজ্য কলেজে ঘটনাটি ঘটেছে। অনেকে অবশ্য এতে ভুল কিছু দেখছেন না। ঋতিকা রাঙ্গারি নামে ওই কলেজেরই এক ছাত্রীর মতে, প্রেমের বিষয়ে পরিবারের মতামত নিয়ে চলাটা সব সময়েই বুদ্ধিমানের কাজ। ভাবনা তাডে নামে অন্য এক ছাত্রী আবার বলেছেন, ‘‘প্রেমের বিয়ের প্রয়োজনটা কী, আমি বুঝি না। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের বাবা-মায়েরাই যথেষ্ট।’’ বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মহারাষ্ট্রের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী যশোমতী ঠাকুর বলেছেন, ‘‘ছাত্রীরা শপথ নিয়েছেন ঠিকই কিন্তু তাঁরা কোনও কিছুতেই বাধ্য নন। ওয়ার্ধার মতো ঘটনা যাতে আর না ঘটে সম্ভবত সে কারণেই কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদের এই ধরনের শপথগ্রহণ করিয়েছেন।’’

সম্প্রতি ওয়ার্ধায় প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এক যুবক ২৪ বছরের এক কলেজ শিক্ষিকার গায়ে আগুন ধরিয়ে দেয়। গত সোমবার হাসপাতালে মৃত্যু হয়েছে ওই তরুণীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amarabati Girls College Amarabati Valentine's Day
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE