Advertisement
E-Paper

‘মোদী অ্যানাকোন্ডার মতো...’, তোপ চন্দ্রবাবু সরকারের অর্থমন্ত্রীর

কৃষ্ণুডুর মন্তব্যের তীব্র সমালোচনা করে বিজেপি-র দাবি, বিরোধীদের মধ্যে মোদীজিকে হেনস্থা করার প্রতিযোগিতা শুরু হয়েছে। সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকেই দুর্নীতিগ্রস্ত বলে দাবি করেছে বিজেপি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৮ ১৪:২০
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ওয়াই আর কৃষ্ণুডুর মন্তব্যের পর নিশ্চুপ হয়ে বসে নেই বিজেপি। —ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ওয়াই আর কৃষ্ণুডুর মন্তব্যের পর নিশ্চুপ হয়ে বসে নেই বিজেপি। —ফাইল চিত্র।

কাঁকড়াবিছের পর এ বার অ্যানাকোন্ডা! শশী তারুরের পর এ বার টিডিপি-নেতা ওয়াই আর কৃষ্ণুডু। এ বারও বিরোধীদের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদীকে অ্যানাকোন্ডা বলে মন্তব্য করলেন এনডিএ-রই প্রাক্তন শরিক তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র নেতা তথা অন্ধ্রপ্রদেশের অর্থমন্ত্রী। তাঁর অভিযোগ, “আরবিআই বা সিবিআইয়ের মতো জাতীয় প্রতিষ্ঠানগুলিকে অ্যানাকোন্ডার মতো গিলে ফেলেছেন মোদী।”

শনিবার এই মন্তব্যের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। অন্ধ্রের অর্থমন্ত্রী ওয়াই আর কৃষ্ণুডুর এই মন্তব্যের পর নিশ্চুপ হয়ে বসে নেই বিজেপি। কৃষ্ণুডুর মন্তব্যের তীব্র সমালোচনা করে বিজেপি-র দাবি, বিরোধীদের মধ্যে মোদীজিকে হেনস্থা করার প্রতিযোগিতা শুরু হয়েছে। সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকেই দুর্নীতিগ্রস্ত বলে দাবি করেছে বিজেপি।

আরও পড়ুন
হাসপাতালের আইসিইউ-এ কিশোরীকে গণধর্ষণের অভিযোগ যোগী-রাজ্যে

সিবিআই, আরবিআইয়ের মতো প্রতিষ্ঠানগুলির সঙ্গে মোদী সরকারের সম্পর্ক আর আগের মতো নেই। তা নিয়ে এমনিতেই চাপে রয়েছেন মোদী। এরই মধ্যে টি়ডিপি-র মতো এনডিএ সরকারের পুরনো শরিকের নেতা কৃষ্ণুডুর এই মন্তব্য।

কৃষ্ণুডুর মন্তব্যের পর বিরোধিতা করেছে বিজেপি। দলীয় নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি বলেন, “মোদীজিকে কে কত বেশি মাত্রায় হেনস্থা করতে পারেন, তার প্রতিযোগিতা শুরু হয়েছে। তবে ইতিহাস সাক্ষী রয়েছে, মোদীজিকে যখনই টার্গেট করা হয়েছে, তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন।” এ ধরনের মন্তব্যের কারণও জানিয়ে দিয়েছেন নকভি। তাঁর মতে, “সরকারকে আক্রমণ করার কোনও ইস্যু না থাকলে এ ধরনের প্রাধান্য পায়।”

আরও পড়ুন
‘বিরোধী দলের নেতা তো মিথ্যা বলার কল’ রাফাল নিয়ে রাহুলকে পাল্টা খোঁচা মোদীর

এর আগে মোদীকে কাঁকড়াবিছে বলেছিলেন কংগ্রেস নেতা শশী তারুর। যদিও ওই মন্তব্য তিনি করেননি বলে পরে দাবি করেন। বরং নামপ্রকাশে অনিচ্ছুক এক আরএসএস নেতা ওই মন্তব্য করেন বলে দাবি তারুরের। তবে সেই মন্তব্যের ব্যাখ্যা করতে গিয়ে তারুর বলেছিলেন ‘‘শিবলিঙ্গের মাথায় বসে থাকা কাঁকড়াবিছেকে আপনি হাত দিয়ে সরাতে পারবেন না, আবার চপ্পল দিয়ে মারতেও পারবেন না।’’ নরেন্দ্র মোদীকে যে সঙ্ঘের লোকজন পছন্দ করে না, তা সত্ত্বেও তাঁকে সরানো যাচ্ছে না, এমনটাই ব্যাখ্যা ছিল তারুরের। এর পর তার বিরুদ্ধে মানহানির মামলা করা হয় দিল্লি হাইকোর্টে।

তারুরের মন্তব্যের মতো বিজেপি-র আক্রমণের মুখে পড়েছেন কৃষ্ণুডু। চলতি বছরের গোড়ায় এনডিএ থেকে বেরিয়ে আসে চন্দ্রবাবু নায়ডুর দল টিডিপি। পুরনো শরিককে নিশানা করা প্রসঙ্গে নিজের সমর্থনেও মুখ খুলেছেন তিনি। কৃষ্ণুডু সংযোজন, “রাম-শ্যাম-যদু, সকলেই অতীতের রাজনীতির কথা বলছেন। অতীতে কখনও বর্তমান বা ভবিষ্যৎ হতে পারে না। বরং বর্তমান আর ভবিষ্যৎই এক সময় অতীত হয়ে যাবে।”

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

Narendra Modi BJP TDP N Chandrababu Naidu CBI RBI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy