Advertisement
১১ মে ২০২৪
Viral video

ডাস্টবিনেই ধুয়ে নেওয়া হচ্ছে চায়ের গ্লাস, ভাইরাল ভিডিয়ো

মুম্বইয়ের ঠানে স্টেশনে এক ব্যক্তি প্ল্যাটফর্মে একটি ডাস্টবিনে চায়ের গ্লাস ধুচ্ছেন। ডাস্টবিনটির গায়ে লেখা ‘সুখা কাচরা’ (শুকনো আবর্জনা)।

ডাস্টবিনে ধোয়া হচ্ছে চায়ের গ্লাস। ছবি: টুইটার থেকে নেওয়া।

ডাস্টবিনে ধোয়া হচ্ছে চায়ের গ্লাস। ছবি: টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ১৭:৩৩
Share: Save:

রেল স্টেশনের খাবার নিয়ে মাঝে মধ্যেই নানা চমকে দেওয়ার মতো ছবি, ভিডিয়ো সামনে আসে। কয়েক মাস আগে, মুম্বইয়ের কুর্লা স্টেশনে অস্বাস্থ্যকর পরিবেশে লেবু জল তৈরির ভিডিয়ো সামনে আসে। তারপর ফের একবার তেমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়।

টুইটারে মান্দার ডি অভয়ঙ্কর নামে এক ইউজার শুক্রবার একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, মুম্বইয়ের ঠানে স্টেশনে এক ব্যক্তি প্ল্যাটফর্মে একটি ডাস্টবিনে চায়ের গ্লাস ধুচ্ছেন। ডাস্টবিনটির গায়ে লেখা ‘সুখা কাচরা’ (শুকনো আবর্জনা)। অর্থাত্ শুকনো আবর্জানা ফেলার জন্য এই ডাস্টবিনটি রাখা রয়েছে রেল স্টেশনে। তাতেই ধুয়ে নেওয়া হচ্ছে চায়ের গ্লাস।

তবে এই ডাস্টবিনটি আবর্জনা ফেলার কাজেও ব্যবহার হয়, না নতুন অবস্থা থেকেই রেলের এই সম্পত্তি চায়ের গ্লাস ধোয়ার কাজে ব্যবহার হচ্ছে তা জানা যায়নি। তবে রেল স্টেশনে যদি কোনও ডাস্টবিন রাখা থাকে, যাত্রীরা তাতে আবর্জনা ফেলবেনই। ফলে আবর্জনা ফেলার কাজ ও চায়ের গ্লাস ধোয়া, একই সঙ্গে ওই ডাস্টবিনে দু’টি কাজই হচ্ছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নেটিজেনরা।

ভিডিয়োর পোস্টে উল্লেখ করা হয়েছে, এটি ঠাণে স্টেশনের ছয় নম্বর প্লাটফর্ম। টুইটে ট্যাগ করা হয়েছে, সেন্ট্রাল রেলওয়ে, রেলমন্ত্রক,পীযূষ গোয়েলকেও।

দেখুন সেই ভিডিয়ো:

এর আগে মুম্বইয়ের কুর্লার ওই লেবু জলের দোকানের ভিডিয়ো প্রকাশ্যে আসার পর পদক্ষেপ করে রেলমন্ত্রক। বন্ধ করে দেওয়া হয় দোকানটি।

দেখুন সেই ভিডিয়ো:

'Nimbu pani' prepared under unhygienic condition at #Kurla station; shop sealed. . . . . . . . . . . #Mumbai #NimbuPani #india #onlyinindia #deccanchronicle #kurla #railway #station #train #railwaystation #trainstation #lemonade #hygiene #hygienic #unhygienic #unhygiene #unhygienicfood

A post shared by Deccan Chronicle (@deccanchronicle_official) on

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral video Tea Glass Mumbai Rail Station
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE