‘স্বাধীন সংবাদমাধ্যমের জন্য কালো দিন’! প্রথম আলোর কার্যনির্বাহী সম্পাদক বললেন আনন্দবাজার ডট কম-কে
এখনও চারধারে দগদগে হয়ে রয়েছে বৃহস্পতিবার রাতের স্মৃতি। আনাচকানাচ থেকে পাওয়া যাচ্ছে পোড়া গন্ধ। চতুর্দিকে ভাঙচুরের চিহ্ন। যেন একটা ধ্বংসাবশেষ। প্রথম আলো প্রতিষ্ঠার ২৭ বছরের ইতিহাসে, কোনও ছুটি বাদে, পত্রিকাটি এই প্রথম প্রকাশ করা সম্ভব হয়নি শুক্রবার। অনলাইনের কার্যক্রমও দীর্ঘ সময় ধরে বন্ধ রাখতে হয়।