Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পর্নোগ্রাফি দেখে পুরুষদের মতোই সাড়া দেয় মেয়েরাও

জার্মানির তিউবিনজেন-এ ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল সাইবারনেটিক্স-এ হামিদ নুরি এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মহুয়া রায়চৌধুরী
শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৯ ০০:৩৫
Share: Save:

পর্নোগ্রাফি দেখে মেয়েদের তুলনায় পুরুষরাই বেশি উত্তেজিত হয়ে পড়ে— এই প্রচলিত ধারণা এ বার বদলানোর সময় এসেছে। নতুন গবেষণা বলছে, পর্নোগ্রাফি দেখে মেয়েদের মস্তিষ্কও ঠিক পুরুষের মতোই সাড়া দেয়।

জার্মানির তিউবিনজেন-এ ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল সাইবারনেটিক্স-এ হামিদ নুরি এই সিদ্ধান্তে পৌঁছেছেন। পরীক্ষায় নারী ও পুরুষদের যৌন উত্তেজনামূলক ছবি বা সিনেমা দেখানো হয়। ফলাফল? পর্ন সাইটে নিয়মিত যাতায়াতকারীদের মধ্যে প্রায় ৮০ শতাংশই পুরুষ। কিন্তু পর্ন সাইটের ছবি দেখে উভয়ের মস্তিষ্ক একই ভাবে সাড়া দেয়। এর পর উভয়ে কেমন আচরণ করবে, সেটাই আসলে পার্থক্যটা গড়ে দেয়। কিন্তু মেয়েরা তো পুরুষদের তুলনায় পর্নোগ্রাফি অনেক কম দেখে। তা হলে?

লেখক এবং সেক্স থেরাপিস্ট ডেভিড লে জানাচ্ছেন, মেয়েরা পর্নোগ্রাফি কম দেখে কারণ, সমাজ তাকে দেখতে দেয় না। যদি সেই বাধা তুলে নেওয়া হয়, তা হলে নতুন গবেষণা অনুসারে পর্নোগ্রাফি দেখার ক্ষেত্রে মেয়েদের সঙ্গে পুরুষদের কোনও পার্থক্যই থাকবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Porn
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE