Advertisement
E-Paper

আশ্রমকন্যা

যে সকল আশ্রমকন্যার সৌভাগ্য হয়েছে সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে সঙ্গীত শিক্ষালাভের, কণিকা বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে একজন। শিল্পীর জন্মতিথি উপলক্ষে সম্প্রতি কলাকল্প ও বিধাননগর উপাসনা যৌথ ভাবে গ্যালারি গোল্ড-এ উপস্থাপনা করল একটি স্মরণ অনুষ্ঠান ‘মোহরদি’।

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৫ ০০:৩৩

যে সকল আশ্রমকন্যার সৌভাগ্য হয়েছে সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে সঙ্গীত শিক্ষালাভের, কণিকা বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে একজন। শিল্পীর জন্মতিথি উপলক্ষে সম্প্রতি কলাকল্প ও বিধাননগর উপাসনা যৌথ ভাবে গ্যালারি গোল্ড-এ উপস্থাপনা করল একটি স্মরণ অনুষ্ঠান ‘মোহরদি’। এদিন সুছন্দা ঘোষের ‘আমার সকল নিয়ে বসে আছি’, নন্দিনী ভট্টাচার্যের ‘পাগলা মনটারে তুই বাঁধ’, শুভাশিস মজুমদারের ‘ওগো আমার চির-অচেনা’, সোহিনী মুখোপাধ্যায়ের ‘ও যে মানে না মানা’ ও এষা মিত্রের ‘প্রমোদে ঢালিয়া দিনু মন’ শ্রোতাদের মুগ্ধ করে। তানিয়া দাশকে নতুন করে পাওয়া গেল অতুলপ্রসাদী গানে ‘সবারে বাসরে ভালো’। শ্রাবণী সেনের ‘দূরে কোথায় দূরে দূরে’ শ্রোতাদের যেন পৌঁছে দিল সেই শান্তিনিকেতনে যেখানে আকাশে বাতাসে ছড়িয়ে আছে মোহরদির গান। সঙ্গীতে আরও ছিলেন স্বপন ঘোষ, সাথী দাশগুপ্ত, রিনাদোলন বন্দ্যোপাধ্যায়, সুমন ভট্টাচার্য, নবনীতা সেন ও মৈত্রেয়ী বণিক। সমবেত সঙ্গীত অনবদ্য। মঞ্চসজ্জা গৌরীশংকর সাহ এবং সংযোজনায় মধুমিতা বসু ও সুপ্রকাশ মুখোপাধ্যায়।

দশটি গানে

আইসিসিআর-এ কাকলি বসু একক কণ্ঠে শোনালেন দশটি রবীন্দ্রসঙ্গীত। সুনির্বাচনে, কথা ও সুরের সঠিক মেলবন্ধনে অনুষ্ঠানটি অন্য মাত্রা পায়।

বিশেষ করে শিল্পীর পরিশীলিত কণ্ঠে বেশ কয়েকটি গান শ্রোতাদের বহু দিন মনে থাকবে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, ‘বহে নিরন্তর’, ‘এবার আমায় ডাকলে দূরে’। তবে যে গানটি সব শেষে উল্লেখ করতেই হয় সেটি হল ‘মাটির বুকের মাঝে’।

স্বল্পশ্রুত

সম্প্রতি এক অনুষ্ঠানে শোনা গেল মধুমিতা ঘোষ ভট্টাচার্যের কন্ঠে স্বল্পশ্রুত রবীন্দ্রগান। স্বরক্ষেপণ এবং গায়কির গুণে গানগুলি বিশিষ্ট মাত্রা পায়। গানগুলি ‘এ কী সুগন্ধ হিল্লোল’, ‘আমার মিলন লাগি’, ‘তোর ভিতরে জাগিয়া’, ‘ডেকেছেন প্রিয়তম’,‘তোমারি মধুর রূপে’, ‘অসীম ধন তো আছে’। কিছুটা ভিন্ন স্বাদের ‘ওই জানালার কাছে বসে আছে’, ‘কেন আমায় পাগল করে যাস’ নিঃসন্দেহে নিষ্ঠার ছাপ রাখে।

সবাই মিলে

পাড়ার বাড়ির বৌ-রা মিলে তৈরি করেছেন দলটি। কেউ চাকরি করেন, কেউ বা ঘরকন্না। তার মধ্যেই গান-চর্চা। ‘গাঙ্গুলিবাগান বৈতালিক’ এর ‘বৈতালিক-মাঝবেলা’। মূলত বাংলা লোকগানের ঝুলি থেকে নানা অমূল্য সামগ্রী তুলে এনে পরিবেশন করল তাঁরা, সম্প্রতি সল্টলেকের সেন্ট্রাল পার্কে। লালন ফকিরের গান থেকে শুরু করে ভাওয়াইয়া, গম্ভীরা, প্রভাতী, ভাটিয়ালি, প্রচলিত লোকগীতি ছিল তাদের অনুষ্ঠানটিতে।

মঞ্চ-গান

থিয়েটারের গান: দেবজিত বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আটটি গান। পেরেনিয়াল থেকে প্রকাশিত গানের নেপথ্যে রয়েছে অনেক ইতিহাসও।

music sraboni sen debojit bandopadhay review
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy