•
মাঝেমধ্যেই গলা শিরশির করে। কখনও বা হালকা ব্যথা, কখনও বা জ্বালা-জ্বালা ভাব। ফোলাও থাকে। থাইরয়েড সমস্যা নয় তো?
উ: হতেই পারে। গলার নীচে থাইরয়েড গ্ল্যান্ড থেকে এটা হয়।
প্র: কিন্তু সবারই ধারণা, থাইরয়েড গ্ল্যান্ডে টিউমার হলে নাকি বিপদ অনিবার্য। সত্যি?
উ: মানে ক্যানসারের কথা বলছেন তো? মানুষের এখনও এই ভুল ধারণা আছে যে ওখানে টিউমার মানেই অবধারিত ক্যানসার।
প্র: ধারণা ভুল বলছেন?
উ: অবশ্যই। থাইরয়েড গ্ল্যান্ডে টিউমার মানেই ক্যানসার নয়। আর যদি হয়ও, তা হলেও তা অবশ্যই নিরাময়যোগ্য। মনে রাখবেন, এই সমস্যা ছেলেদের চেয়ে মেয়েদেরই বেশি হয়।
প্র: বয়সের কোনও বাছবিচার আছে নাকি?
উ: হ্যাঁ। আমরা দেখেছি, পঁয়তাল্লিশ বছর বয়সের আগে থাইরয়েড গ্ল্যান্ডে ক্যানসার ধরা পড়লে তা সেরে যাওয়ার সম্ভাবনা থাকে প্রায় ৯৯ শতাংশ।
প্র: তা হলে অহেতুক ভয়ের তো কারণ নেই দেখছি। তাই না?
উ: কিছুটা হলেও ভয়ের আছে পঁয়তাল্লিশের পরে গ্ল্যান্ডে ক্যানসার হলে। নিরাময় হয় না, তা নয়। আমরা পঁয়তাল্লিশ পেরোলেই তাই আরও সচেতন হতে বলি।
প্র: বললেই তো হল না। কী করে একজন মানুষ তা বুঝবেন?
উ: বোঝার রাস্তা আছে অনেক। যেমন গলার নীচের অংশে ব্যথাহীন টিউমার থাকলে, খেয়াল রাখতে হবে তা ঢোঁক গিললে ওপরের দিকে উঠে আসছে কি না। প্রথম দিকে বোঝা যায় না। বা কোনও অসুবিধেও হয় না। অনেকে আবার বুঝতে পারলেও তা উপেক্ষা করেন। যার ফল আরও ভয়ানক।
প্র: সত্যিই তো, অসুবিধে না হলে কে-ই বা চিকিৎসকের কাছে আসে?
উ: না আসার কারণ বুঝতে পারছি না। এটা যখন সম্পূর্ণ নিরাময়যোগ্য ক্যানসার, তখন গাফিলতি করাটা ঠিক নয়। যত তাড়াতাড়ি আসবেন তত বেশি ভাল ফল পাবেন।
প্র: চিকিৎসা না করালে তা কি গলা, ফুসফুস বা হাড়ে ছড়িয়ে পড়তে পারে?
উ: হ্যাঁ, ছড়াতে পারে।
প্র: নিশ্চিন্ত হওয়া যাবে কী করে?
উ: কিছু ক্লিনিক্যাল পরীক্ষা, গলার ইউ এস জি এবং এফ এন এ সি পরীক্ষা করলেই নিশ্চিন্ত হওয়া যাবে। সিটি স্ক্যান ও বোন স্ক্যান প্রয়োজন হতে পারে।
প্র: ক্যানসার ধরা পড়লে তবে চিকিৎসা কী?
উ: অপারেশন। যাতে পুরো থাইরয়েড গ্ল্যান্ড এবং প্রয়োজনে গলার নোডস বাদ দিতে হয়।
প্র: থাইরয়েড ক্যানসারে নাকি কেমোথেরাপির প্রয়োজন হয় না?
উ: না। দরকার হলে অপারেশনের পরে রেডিও-আয়োডিন-থেরাপির প্রয়োজন হতে পারে।
প্র: এই অসুখে কি গলার আওয়াজ বদলে যায়?
উ: গলার স্বর বদলে যায় দীর্ঘদিন ধরে গ্ল্যান্ডের অসুখ পুষে রাখলে। স্বরযন্ত্রের নার্ভগুলির ওপর চাপ পড়লে তখনই গলার স্বর ভাঙতে থাকে। সে জন্য অপারেশনের সময় আমাদের লক্ষ্য রাখতে হয়, এই নার্ভ বা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের যেন কোনও ক্ষতি না হয়।
প্র: অপারেশনের পরে নিশ্চয়ই গলায় দাগ থেকে যায়। একজন মহিলার তো সৌন্দর্যের দফা-রফা। তাই না?
উ: হালকা দাগ থেকে যায়। খুব ভাল ভাবে খেয়াল না করলে ধরতে পারা যায় না। এখনও অবশ্য এন্ডোস্কোপিক সার্জারি থাইরয়েড ক্যানসারে নিয়মিত করা হয় না।
প্র: দাগ রইবে না এমন কোনও উপায় নেই? মানে রোবোটিক সার্জারি?
উ: কিছু ক্ষেত্রে হয় না, তা নয়। কিন্তু এখনও সেটা সর্বজনস্বীকৃত নয়।
প্র: থাইরয়েড ক্যানসার কি বংশগত কারণে হয়?
উ: না। কম বয়সে কিছু থাইরয়েড ক্যানসার বংশানুক্রমিক হলেও
হতে পারে। তবে সেটার সংখ্যা
খুবই কম।
প্র: তা হলে ভয়ের কিছু নেই তো?
উ: একদমই না। এখানে প্রয়োজন শুধু সচেতনার। আগেই বলেছি এই ক্যানসার নিরাময়যোগ্য।
গলার নীচে ফোলা?
•
গলার নীচের অংশে যদি কোনও ব্যথাহীন টিউমার থাকে
•
ঢোঁক গিললে কি এই টিউমার ‘উপরের দিকে ওঠে’?
•
গলার আওয়াজ কি বদলে গেছে? যার কোনও উন্নতি হচ্ছে না?
•
মাঝে মধ্যে শ্বাসকষ্ট বা গিলতে অসুবিধে হচ্ছে?
•
কিছুদিন ধরে কি গলায় অস্বস্তি বা চাপ বা কাশি হচ্ছে?
•
গলার দু’ পাশে কি শক্ত ড্যালার মতন কিছু অনুভব করছেন?
•
সব থাইরয়েডের টিউমার কিন্তু ক্যানসার নয়
•
ক্যানসার হলেও নিরাময়ের সম্ভাবনা খুবই বেশি
•
দুশ্চিন্তা নয়, প্রয়োজন সচেতনতার।