Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Presents
Benefits of SIP

এসআইপিতে বিনিয়োগ করার কথা ভাবছেন? কোন এসআইপিতে কী সুবিধা রয়েছে জানেন কি?

এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে আপনি মাসে মাসে নিয়ম করে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এই এসআইপি মূলত পাঁচ ধরনের হয়ে থাকে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪ ১৩:০৬
Share: Save:

এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। বিনিয়োগের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। অনেক সময়ে আর্থিক পরামর্শদাতারা বিনিয়োগের জন্য একটি বা একাধিক এসআইপি করার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু কী এই এসআইপি? জানেন কি? হদিস রইল এই প্রতিবেদনে।

এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে আপনি মাসে মাসে নিয়ম করে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এই এসআইপি মূলত পাঁচ ধরনের হয়ে থাকে।

১। রেগুলার এসআইপি

এই প্ল্যানের মাধ্যমে আপনি প্রত্যেক মাসে বা তিন মাস অন্তর অথবা ষান্মাসিক ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে পারবেন। আপনার পছন্দের মিউচুয়াল ফান্ডেই আপনি নিয়মিত ভাবে এই বিনিয়োগ করতে পারেন। এমনকি, মাসের কোন তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে, তা-ও আপনি আপনার সুবিধা মতো ঠিক করতে পারেন।

২। স্টেপ আপ এসআইপি

এই পদ্ধতিতে আপনি নির্দিষ্ট সময়ের ব্যবধানে আপনার সুবিধা অনুযায়ী এসআইপিতে বিনিয়োগের পরিমাণ বাড়াতে পারেন। ধরা যাক, আপনি মাসে ৫০০০ টাকা এসআইপিতে বিনিয়োগ করেন। এ বার আপনি যদি চান, তা হলে এই পদ্ধতিতে বার্ষিক বা ষান্মাসিক ১০ শতাংশ হারে বিনিয়োগ বাড়াতে পারেন।

৩। ফ্লেক্সিবল এসআইপি

এই ধরনের এসআইপি-এর অধীনে আপনি প্রয়োজনে আপনার এসআইপিতে বিনিয়োগে কিছু পরিবর্তন করতে পারেন। এমনকি টাকার বিনিয়োগের পরিমাণ কমাতে বা বাড়াতে পারেন। তবে সে ক্ষেত্রে টাকা কাটার অন্তত এক সপ্তাহ আগে আপনাকে তা আপনার এসআইপি হাউসকে জানাতে হবে।

৪। ট্রিগার এসআইপি

এসআইপিগুলির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এসআইপি পদ্ধতি হল এটি। এর অধীনে আপনি টাকা, সময় এবং মূল্যায়নের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন কখন বিনিয়োগ চালু হবে। আপনি আগে থেকে তার জন্য শর্ত দিতে পারেন।

৫। বিমা-সহ এসআইপি

কেবল ইক্যুইটি নির্ভর মিউচুয়াল ফান্ডগুলিতেই এই সুবিধা পাওয়া যায়। এই ধরনের এসআইপিতে বিনিয়োগ করলে আপনি মেয়াদী বিমার কভার পান। এই এসআইপি-এর অধীনে আপনি প্রথমে বিনিয়োগের পরিমাণের ১০ গুণ পর্যন্ত কভার পেতে পারেন। পরে অবশ্য তা আরও বাড়তে পারে। এই ধরনের এসআইপিতে ৫০ লক্ষ টাকার ক্যাপিং থাকে।

প্রতিবেদক সঞ্চয় উপদেষ্টা। বক্তব্য নিজস্ব।

বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে সঞ্চয় নিয়ে আমাদের প্রশ্ন পাঠান — takatalk2023@abpdigital.in এই ঠিকানায় বা হোয়াটস অ্যাপ করুন এই নম্বরে — ৮৫৮৩৮৫৮৫৫২আপনার আয়, খরচ এবং সঞ্চয় জানাতে ভুলবেন না। পরিচয় গোপন রাখতে চাইলে অবশ্যই জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Personal Finance 2023 Mutual Fund sharemarket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE