Advertisement
১৫ মে ২০২৪
Presents

ট্যাক্স কর্নার

আমি দু’টি ফার্মের মালিক। একটি ম্যানুফ্যাকচারিং (উৎপাদন) এবং অপরটি ওয়ার্ক কনট্র্যাক্ট (চুক্তির ভিত্তিতে কাজ করে যে সংস্থা)-এর কাজ করে। প্রফেশন ট্যাক্স ও ভ্যাট রেজিস্ট্রেশনের পরিপ্রেক্ষিতে আমার প্রশ্ন, দু’টি ফার্মের জন্য আলাদা আলাদা ভাবে কি এ রকম বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন করানো জরুরি? আমি বিষয়টি নিয়ে একটু দ্বিধাগ্রস্ত। উত্তর জানালে উপকৃত হব।

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৪ ০১:৫৬
Share: Save:

আমি দু’টি ফার্মের মালিক। একটি ম্যানুফ্যাকচারিং (উৎপাদন) এবং অপরটি ওয়ার্ক কনট্র্যাক্ট (চুক্তির ভিত্তিতে কাজ করে যে সংস্থা)-এর কাজ করে। প্রফেশন ট্যাক্স ও ভ্যাট রেজিস্ট্রেশনের পরিপ্রেক্ষিতে আমার প্রশ্ন, দু’টি ফার্মের জন্য আলাদা আলাদা ভাবে কি এ রকম বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন করানো জরুরি? আমি বিষয়টি নিয়ে একটু দ্বিধাগ্রস্ত। উত্তর জানালে উপকৃত হব।

সোমালি চট্টোপাধ্যায়

আপনার ব্যবসা দু’টি প্রোপ্রাইটরশিপ না কি পার্টনারশিপ, কোন ধরনের? এটা আপনি চিঠিতে স্পষ্ট করে জানাননি। আসলে ব্যবসার ধরন অনুযায়ী রেজিস্ট্রেশনের নিয়মগুলিও আলাদা হতে পারে। আর আপনি ‘ফার্ম’ শব্দটি ব্যবহার করেছেন। আসলে ব্যবসার গঠনের পরিপ্রেক্ষিতে ‘ফার্ম’ বলতে পার্টনারশিপ ফার্ম-ই বোঝায়। যার অর্থ, আপনি ব্যবসাটির একজন অংশীদার মাত্র। পুর্ণ মালিকানা আপনার নেই। তবে আপনি নিজেকে ফার্ম দু’টির মালিক বলেই উল্লেখ করেছেন। অতএব আপনি যদি ব্যবসার পুরোপুরি মালিক হন, তা হলে ধরে নেব ব্যবসার গঠন অনুযায়ী ওই দু’টি প্রোপ্রাইটরশিপ কনসার্ন। আর সেটা ধরে নিয়েই আমি উত্তর দিচ্ছি।

এ ক্ষেত্রে আপনাকে নিজের নামেই একটি প্রফেশন ট্যাক্স-এর এনরোলমেন্ট এবং একটি ভ্যাট-এর রেজিস্ট্রেশন নিতে হবে। দু’টি কনসার্নের নামে আলাদা আলাদা ভাবে নয়। কারণ আপনি নিজে দু’টিরই মালিক বা প্রোপ্রাইটর। তবে ব্যক্তি হিসেবে আপনার নিজের নামে পাওয়া এনরোলমেন্ট সার্টিফিকেট ও ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মধ্যে সব কনসার্নের নাম যুক্ত (প্রফেশন ট্যাক্সের ক্ষেত্রে ইনক্লুশন ও ভ্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট) থাকতে হবে।

এ প্রসঙ্গে একটা কথা শুধু বলে রাখি যে, গত ১ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে একটি নিয়ম চালু হয়েছে যে, রাজ্যে অবস্থিত প্রতিটি ফার্ম, কোম্পানি, কর্পোরেশন, কর্পোরেট বডি, সোসাইটি, ক্লাব বা অ্যাসোসিয়েশন-এর প্রতিটি শাখা বা দফতর বা কাজের জায়গার জন্য আলাদা আলাদা করে এনরোলমেন্ট নম্বর নিতে হবে এবং আলাদা আলাদা ভাবে প্রফেশন ট্যাক্স দিতে হবে সরকারকে। ব্যতিক্রম শুধুমাত্র ব্যক্তি বা প্রোপ্রাইটরশিপ কনসার্ন। অর্থাৎ আপনাকে ওই বিষয়গুলি শুধুমাত্র নিজের নামে করালেই চলবে।

ভ্যাট রেজিস্ট্রেশন কেন নেবেন আপনি? আপনার কোনও একটি বা একাধিক কনসার্ন কিংবা সম্মিলিত ভাবে সবক’টি কনসার্ন-এর ব্যবসা বা চুক্তির ভিত্তিতে কাজের ক্ষেত্রে কনট্র্যাকচুয়াল ট্রান্সফার প্রাইস (সিটিপি) যদি একটি অর্থবর্ষে ৫ লক্ষ টাকা অতিক্রম করে, তা হলে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন করাতে বাধ্য। আর যদি তা ৫ লক্ষ টাকার কম থাকে, কিন্তু ৫০ হাজার টাকা পেরিয়ে যায়, তা হলে আপনি নিজের ইচ্ছে অনুযায়ী ভ্যাট রেজিস্ট্রেশন করাতেও পারেন আবার চাইলে না-ও করাতে পারেন। আর যদি ৫০ হাজার টাকা না-পেরোয় ব্যবসা, তা হলে ওই রেজিস্ট্রেশন করাই যাবে না।

প্রফেশন ট্যাক্স-এর এনরোলমেন্ট কী ভাবে নেবেন? আপনার দু’ধরনের ব্যবসার সাপেক্ষে আপনি দু’ভাবে ওই এনরোলমেন্ট নিতে পারেন। একটি হল, ওয়ার্কস কনট্রাক্টর হিসেবে যদি আপনার ব্যবসা একটি অর্থবর্ষে ১ লক্ষ টাকা পেরিয়ে যায়। অথবা শুধুমাত্র ভ্যাট রেজির্স্টাড ডিলার হিসেবেই ওই প্রফেশন ট্যাক্সের এনরোলমেন্ট নিতে পারেন। আর যদি ব্যবসার জন্য কোনও কর্মচারী রাখেন, যাঁর বেতন মাসে ৭,০০০ টাকার বেশি, তা হলে আপনাকে প্রফেশন ট্যাক্স-এর রেজিস্ট্রেশন নম্বর নেওয়ার জন্যও আবেদন করতে হবে।

পরামর্শদাতা আইনজীবী ও কর বিশেষজ্ঞ সৌরভ চন্দ্র

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tax corner
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE