Advertisement
১৬ মে ২০২৪
Presents

ট্যাক্স কর্নার

আমি বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) মারফত পাঁচ বছর আগে কেনা কিছু ব্যাঙ্কের শেয়ার বিক্রি করেছি। বিক্রির দামের উপর এসটিটি দিয়েছি। আমি কি আয়কর আইনের ১০(৩৮) ধারায় শেয়ার বিক্রি করে পাওয়া মোট টাকার উপর মূলধনী লাভকর ছাড় পাব? যদি পাই, তা হলে কী ভাবে?

শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৪ ০২:৩৫
Share: Save:

• আমি বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) মারফত পাঁচ বছর আগে কেনা কিছু ব্যাঙ্কের শেয়ার বিক্রি করেছি। বিক্রির দামের উপর এসটিটি দিয়েছি। আমি কি আয়কর আইনের ১০(৩৮) ধারায় শেয়ার বিক্রি করে পাওয়া মোট টাকার উপর মূলধনী লাভকর ছাড় পাব? যদি পাই, তা হলে কী ভাবে?

গৌর চন্দ্র দাস

আপনি এক বছরের বেশি সময় ধরে রাখার পর শেয়ারগুলি বিক্রি করেছেন। এসটিটি (সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স)-ও দিয়েছেন। তাই আপনি শেয়ার বিক্রি করে পাওয়া মোট টাকার উপর আয়কর আইনের ১০(৩৮) ধারায় অবশ্যই মূলধনী লাভকর ছাড় পাবেন।

ছাড় হিসেবে তা আপনাকে আয়কর রিটার্নে দেখাতে হবে।

***

• আমি গত ১১ ডিসেম্বর থেকে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি) পদ্ধতিতে রিলায়্যান্স গোল্ড সেভিংস ফান্ডে লগ্নি করতে শুরু করেছি। আমার প্রশ্ন হল, ভবিষ্যতে যখন ফান্ডের ইউনিটগুলি বিক্রি করে দেব, তখন কি আয়কর দিতে হবে?

রজত সাহা, হাবড়া

আপনাকে মূলধনী লাভ হিসেব করতে হবে এবং আয়কর দিতে হবে। আপনি যদি ওই ফান্ডের ইউনিটগুলি তিন বছরের বেশি সময় ধরে রাখেন, তা হলে সেটা দীর্ঘকালীন মূলধনী লাভ হিসেবে গণ্য হবে এবং তার উপর ২০% কর দিতে হবে। কিন্তু ইউনিটগুলি যদি তিন বছর পেরোনোর আগেই বিক্রি করে দেন, তা হলে সেটা স্বল্পমেয়াদি মূলধনী লাভ হিসেবে ধরা হবে। এবং ফান্ড বেচে পাওয়া টাকা আপনার মোট আয়ের সঙ্গে যোগ করে আয়কর হিসেব করতে হবে।

***

• আমি রাজ্য সরকারি কর্মী। ২০১৩-’১৪ সালে মোট আয় দাঁড়াচ্ছে ৪ লক্ষ টাকা (যদি ডিএ আর না-বাড়ে)। ২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক করমুক্ত আয়ের সীমা এবং আয়কর আইনের ৮০সি ধারার আওতায় কর সাশ্রয়কারী সঞ্চয় বাবদ ১ লক্ষ টাকা বাদ দেওয়ার পর আমি আয়কর হিসেব করি। ২০১৩-’১৪ সালে কেন্দ্র ঘোষণা করে বছরে ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা আয় হলে ২,০০০ টাকা ট্যাক্স ক্রেডিট দেওয়ার কথা। জানতে চাই, আমি ওই ট্যাক্স ক্রেডিট পাওয়ার যোগ্য কি না।

আশিস দাস, মুর্শিদাবাদ

২০১৩-’১৪ আর্থিক বছরে যাঁদের বার্ষিক আয় ৫ লক্ষ টাকা পেরোবে না, তাঁরা আয়কর আইনের ৮৭এ ধারার আওতায় ২,০০০ টাকা ট্যাক্স ক্রেডিট বা রিবেট পাবেন। আপনার মোট রোজগার ৫ লক্ষ টাকা মধ্যেই যখন আছে, তখন আপনি অবশ্যই ওই রিবেট পাওয়ার যোগ্য।

***

• আমি একজন সরকারি কর্মী। বেতন হিসাবে বছরে আমার মোট আয় ৩.২ লক্ষ টাকা। ব্যাঙ্কের সুদ বাবদ (ফিক্সড ডিপোজিট ও সেভিংস অ্যাকাউন্ট) পাই ২০,০০০ টাকা। আমি যদি বেতন থেকে আয়কর হিসাব করে বাদ দিই, তা হলে ব্যাঙ্কের থেকে পাওয়া সুদের উপর কর এড়াতে পারি কী করে? আমি কি সুদের উপর করছাড় পেতে ১৫জি ফর্ম জমা দিতে পারব?

বিশ্বজিৎ ভৌমিক

দেখুন, গোটা অর্থবর্ষের মোট আয় যদি করশূন্য হয়, একমাত্র তা হলেই ১৫জি ফর্ম জমা দেওয়া যায়। আপনার আয় যেহেতু করযোগ্য, কাজেই আপনি এখন ওই ফর্ম জমা দিতে পারেন না। বরং করছাড় পেতে আপনি যা যা করতে পারেন, সেগুলি হল

• আয়কর আইনের ৮০সি ধারায় করছাড়ের সুবিধা নিতে পারেন। ওই ধারা অনুযায়ী, কর সাশ্রয়কারী এক বা একাধিক প্রকল্প মিলিয়ে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত লগ্নি করা যায়। মোট যত টাকা লগ্নি করবেন, সেটা বাদ যাবে করযোগ্য আয় থেকে। অর্থাৎ ওই সব প্রকল্পে আপনি যে-টাকাটা ঢালবেন, তার উপর কোনও কর দিতে হবে না।

• আয়কর আইনের আর একটি ধারা ৮০টিটিএ-র সুবিধা নেওয়া যায়। এই ধারা অনুযায়ী, ডাকঘর ও ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে ১০,০০০ টাকা পর্যন্ত সুদে কর রেহাই মেলে।

• ২০০০ টাকা ট্যাক্স রিবেটের সুবিধা নিতে পারেন। ২০১৩-’১৪ অর্থবর্ষে যাঁদের বার্ষিক আয় ৫ লক্ষ টাকা পেরোবে না, তাঁরা আয়কর আইনের ৮৭এ ধারার আওতায় ওই রিবেট পাবেন। আপনার আয় ৫ লক্ষের কম বলে আপনিও তা পাওয়ার যোগ্য।

এ বার কর বাঁচানোর এই সমস্ত পরিকল্পনা করার পরে যদি দেখা যায় যে, শেষ পর্যন্ত আয় আর করযোগ্য থাকছে না অর্থাৎ আর কোনও কর দিতে হচ্ছে না, তা হলে তখন আপনি ১৫জি ফর্ম জমা দিতে পারেন।

***

• আমি প্রবীণ নাগরিক। বার্ষিক পেনশন ৩,৬৪,৭০০ টাকা। ব্যাঙ্ক থেকে সুদ বাবদ আয় হয় ৪,০০,০০০ টাকা। পিপিএফ-এ জমা করেছি ১,০০,০০০ টাকা এবং এলআইসি-তে ৩৬,০০০ টাকা। ২০১৩-’১৪ সালের জন্য আমার আয়কর হিসাব করে দিলে উপকৃত হব।

অসিত কুমার চট্টোপাধ্যায়, হুগলী

আপনার মোট আয় —

৩,৬৪,৭০০+৪,০০,০০০ =৭,৬৪,৭০০ টাকা।

এর থেকে বাদ দিন আয়কর আইনের ৮০সি ধারায় করসাশ্রয়কারী সঞ্চয় হিসেবে (পিপিএফ) সর্বোচ্চ ১ লক্ষ টাকা।

অর্থাৎ ওই ১ লক্ষ টাকা বাদ দিয়ে আপনার মোট আয় দাঁড়াল—

৭,৬৪,৭০০-১,০০,০০০ =৬,৬৪,৭০০ টাকা

প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে করশূন্য আয়ের সীমা ২,৫০,০০০ টাকা।

অর্থাৎ এ বার আপনার আয় দাঁড়াচ্ছে— ৬,৬৪,৭০০-২,৫০,০০০ =৪,১৪,৭০০ টাকা

অতএব ১০% হারে আয়কর দিতে হবে আপনাকে। সেই হিসাবে আয়কর— ৪১,৪৭০ টাকা। শিক্ষা সেস ৩%। অর্থাৎ ১,২৪৪ টাকা

অর্থাৎ মোট কর—

৪১,৪৭০+১,২৪৪=৪২,৭১৪ টাকা

আপনি আয়কর আইনের ৮০টিটিএ ধারার আওতায় ১০,০০০ টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টের সুদে করছাড় দাবি করতে পারেন। সে ক্ষেত্রে কর কমতে পারে আরও প্রায় ২,০৬০ টাকা।

***

• আমি রাজ্য সরকারি কর্মী। কর বাঁচানোর প্রকল্প হিসেবে রাজীব গাঁধী ইক্যুইটি সেভিংস স্কিম সম্পর্কে জানতে চাই। এই লগ্নি কতটা ঝুঁকিপূর্ণ? করই বা কতটা সাশ্রয় হতে পারে?

সুজিত দাস

আয়কর আইনের ৮০সিসিজি ধারা অনুযায়ী, এই প্রকল্পে শেয়ার বা ইক্যুইটিতে ৫০ হাজার টাকা পর্যন্ত লগ্নি করলে লগ্নির ৫০ শতাংশের উপর কর ছাড় পাবেন। অর্থাৎ এই প্রকল্পে সর্বোচ্চ করছাড় মিলতে পারে ২৫,০০০ টাকা। তবে মোট বার্ষিক আয় ১২ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। এবং যাঁরা আগে কখনও শেয়ার বা ইক্যুইটিতে লগ্নি করেননি, একমাত্র তাঁরাই এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। এতে তিন বছরের ‘লক-ইন’ মেয়াদ রয়েছে অর্থাৎ ওই তিন বছরের জন্য টাকা লগ্নি করে রাখতে হবে। দেখুন, শেয়ার বাজারের ভিত্তিতেই আপনার রিটার্ন স্থির হবে। আর বাজার মানে কিছুটা তো ঝুঁকি থাকেই। তবে এই প্রকল্পকে খুব বেশি ঝুঁকিপূর্ণ বলা যায় না।

***

• আমার জিপিএফ, পিপিএফ ও এলআইসি আছে। আইটিআর-এ সব দেখিয়েছি। এ ছাড়া, আমার স্ত্রীর নামে দু’টি মিউচুয়াল ফান্ড প্রকল্পও আছে। প্রতিটি ১০০০ টাকা করে। আইটিআর ফর্মে ওই ফান্ডগুলির বিস্তারিত তথ্য দেওয়া উচিত কি আমার? যদি দিতে হয়, তা হলে কী ভাবে দেব (সেকশন নম্বর)? এটা এক লক্ষ টাকার মধ্যে। আমার স্ত্রীর প্যান নম্বর আছে।

অভীক গোস্বামী, মালদহ

জিপিএফ, পিপিএফ, এলআইসি প্রিমিয়াম, এমনকী মিউচুয়াল ফান্ডের ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিমে-লগ্নিও আয়কর আইনের ৮০সি ধারার আওতায় পড়ে। যে ধারা অনুযায়ী, বছরে ১ লক্ষ টাকা পর্যন্ত লগ্নিতে করছাড় পাওয়া যায়। আপনার স্ত্রীর প্যান আছে কি নেই, সেটা এ ক্ষেত্রে অর্থহীন। কারণ এখানে আপনি আয়কর রিটার্ন জমা দিচ্ছেন। কাজেই করছাড় দাবিও করবেন আপনি।

(পরামর্শদাতা: আইনজীবী ও কর বিশেষজ্ঞ নারায়ণ জৈন)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tax corner
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE