মিলনের জন্য ডেকে এনে মিলনসঙ্গীকেই উদরসাৎ করা। প্রাণীজগতের একাধিক প্রজাতির মধ্যে এর নজির খুঁজে পেয়েছেন জীববিজ্ঞানীরা। মাকড়সা, ব্যাঙ, ম্যান্টিস, অক্টোপাসের কয়েকটি প্রজাতি মিলনের পর তাদের সঙ্গীকে ভক্ষণ করে। বিজ্ঞানীদের ভাষায়, এই আচরণের নাম ‘সেক্সুয়াল ক্যানিবালিজম’, অর্থাৎ সঙ্গমের পর সঙ্গীকে খেয়ে ফেলা। সেই তালিকায় এ বার যুক্ত হল আরও একটি সরীসৃপের নাম।