পোশাক ময়লা হয়েছে, পরিষ্কার করার ওয়াশিং মেশিনের বোতাম টেপার অপেক্ষা। কেচে, ধুয়ে, আধশুকনো হয়ে বেরিয়ে আসবে কয়েক মিনিটের মধ্যেই । আর আস্ত মানুষকে ধুয়ে ফেলতে চাইলে? তারও ব্যবস্থা করে ফেলেছেন উদীয়মান সূর্যের দেশের বিজ্ঞানীরা। জাপানের বিজ্ঞানীরা কৃত্রিম মেধাচালিত এমনই একটি ‘ওয়াশিং মেশিন’ বানিয়ে ফেলেছেন। ১৫ মিনিটের মধ্যে এক জন মানুষকে ধুয়ে-মুছে সাফ করে দিতে সক্ষম সে যন্ত্র।
চোখ কপালে ওঠার মতো এই আবিষ্কারটি জাপানের ওসাকায় অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড এক্সপো’ নামের আন্তর্জাতিক প্রদর্শনীতে হইচই ফেলে দেয়। পরীক্ষামূলক ভাবে সেখানে ‘হিউম্যান ওয়াশার ফর ফিউচার’ নামের যন্ত্রটি প্রদর্শিত হয়েছিল। প্রদর্শনীতে ব্যাপক সাড়া পাওয়ার পর এ বার এটি বিক্রির জন্য বাজারে আনা হয়েছে। অদ্ভুত শোনালেও জাপানের একটি সংস্থার তৈরি এই যন্ত্রটি নিয়ে ছ’মাস ধরে বেশ উন্মাদনা দেখা দিয়েছিল প্রদর্শনীতে।