পাকিস্তান মাঝেমধ্যেই রব তোলে, দেশে নতুন সোনার ভান্ডার খুঁজে পাওয়া গিয়েছে। কখনও সিন্ধুর জলে, তো কখনও পঞ্জাব প্রদেশের মাটিতে স্বর্ণভান্ডারের অস্তিত্ব দাবি করে পাকিস্তান সরকার। পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের রেকো ডিকেতেও স্বর্ণভান্ডার মিলেছে বলে দাবি করেছে পাকিস্তান। তবে সোনা সঞ্চয়ের দিক থেকে ভারতের তুলনায় বহু গুণ পিছিয়ে রয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্ক।