
কথা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী বিআর শেট্টিকে নিয়ে। জীবনে উত্থান যেমন দেখেছেন এই ব্যবসায়ী, তেমন পতনও দেখেছেন। এক সময় মনে করা হত ‘শেট্টি সাম্রাজ্য’ অপ্রতিরোধ্য। কিন্তু আর্থিক ভুল এবং ধারাবাহিক বিতর্কের কারণে তাঁর ব্যবসায়িক সাম্রাজ্য ভেঙে পড়ে। মাত্র ৭৪ টাকার বিনিময়ে ১২,৪৭৮ কোটি টাকার ব্যবসা বিক্রি করতে বাধ্য হন তিনি।