বছরের শেষে লগ্নিকারীদের জন্য সুখবর। সোনার পাশাপাশি রকেটগতিতে বাড়ছে রুপোর দর। ফলে ‘সাদা ধাতু’ থেকে দুর্দান্ত রিটার্ন পাচ্ছেন বিনিয়োগকারীরা। ডিসেম্বরেই কি দু’লক্ষ টাকা ছাপিয়ে যাবে রুপোর দাম? এই নিয়ে জল্পনার মধ্যেই ‘হলুদ ধাতু’র সঙ্গে রুপোয় লগ্নির মুনাফা নিয়ে তুলনামূলক আলোচনায় মেতেছে দেশের তাবড় ব্রোকারেজ ফার্ম। তাদের দাবি, অঙ্কের হিসাবে সোনার চেয়ে রুপোয় পকেট গরম হয়েছে বেশি।
চলতি বছরের ১০ ডিসেম্বর ‘মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ’ বা এমসিএক্সে দিনের মধ্যে সর্বোচ্চ দু’শতাংশ বেড়ে কেজি প্রতি ‘সাদা ধাতু’ পৌঁছোয় ১ লক্ষ ৯২ হাজার টাকায়। এই বাজারে গত মার্চে রেকর্ড উচ্চতায় ওঠে রুপোর দাম। ওই সময় কেজিতে এর দর ছিল ১ লক্ষ ৯১ হাজার ৮০০ টাকা। মাত্র ন’মাসের মাথায় নিজের রেকর্ড নিজেই ভাঙল ‘সাদা ধাতু’।