নাম ভাঁড়িয়ে ফের ইউরোপে বসে ভারত ভাগের হুঙ্কার! সমাজমাধ্যমে এ দেশের খণ্ডিত মানচিত্র ছড়িয়ে দেওয়া। পাশাপাশি, দেশভাগের জন্য বিরোধী দলগুলিকে কাজে লাগানোর কথা বলে বিস্ফোরক পোস্ট। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেছে নয়াদিল্লি। তড়িঘড়ি ব্লক করা হয় এক্স হ্যান্ডলের (আগে নাম ছিল টুইটার) ওই অ্যাকাউন্ট। এ ভাবে ভারতকে নিশানা করার নেপথ্যে রয়েছে বড় কোনও ষড়যন্ত্র? ঘটনার জেরে এই প্রশ্নেরই জবাব খুঁজছেন দুঁদে কূটনীতিক থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা।
অস্ট্রিয়ান অর্থনীতিবিদ গুন্থার ফেহলিঙ্গার-জান। সম্প্রতি, এক্স হ্যান্ডলে তাঁর করা একটি পোস্টকে কেন্দ্র করে দুনিয়া জুড়ে শুরু হয়েছে শোরগোল। সেখানে ‘ভারত ভেঙে প্রাক্তন ভারত’ তৈরির আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি, এ দেশের একটি মানচিত্র প্রকাশ করেছেন গুন্থার, যেখানে খণ্ডিত ভারতের অংশগুলি পাকিস্তান, নেপাল, বাংলাদেশ এবং স্বাধীন খলিস্তানের অংশ হিসাবে তুলে ধরা হয়েছে। তাঁর ওই পোস্ট এ দেশের আমজনতার ক্ষোভের আগুনে যে ঘি ঢেলেছে, তা বলাই বাহুল্য।