Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Anupam Roy

বিয়ে করছেন অনুপম রায়, পাত্রী টলিউডের গায়িকা

অনুপমের তৃতীয় বার বিয়ের খবরে উচ্ছ্বসিত ভক্তকুল। ২ মার্চই বিয়ে সারবেন গায়ক, উপস্থিত থাকবেন পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়েরা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৭
Share: Save:
০১ ১৪
বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার কিছু দিনের মধ্যেই আইনি বিয়ে সেরে ফেলেন পিয়া চক্রবর্তী, গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। এ বার পিঁড়িতে বসার পালা অনুপমের। প্রকাশ্যে এসেছে তৃতীয় বিয়ের খবর, তবে পাত্রী কে?

বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার কিছু দিনের মধ্যেই আইনি বিয়ে সেরে ফেলেন পিয়া চক্রবর্তী, গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। এ বার পিঁড়িতে বসার পালা অনুপমের। প্রকাশ্যে এসেছে তৃতীয় বিয়ের খবর, তবে পাত্রী কে?

০২ ১৪
অনুপমের তৃতীয় বার বিয়ের খবরে উচ্ছ্বসিত ভক্তকুল। ২ মার্চই বিয়ে সারবেন গায়ক, উপস্থিত থাকবেন পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়েরা।

অনুপমের তৃতীয় বার বিয়ের খবরে উচ্ছ্বসিত ভক্তকুল। ২ মার্চই বিয়ে সারবেন গায়ক, উপস্থিত থাকবেন পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়েরা।

০৩ ১৪
পাত্রী টলিপাড়ার গায়িকা প্রস্মিতা পাল। খুব বড়সড় আয়োজনে আপত্তি গায়কের।

পাত্রী টলিপাড়ার গায়িকা প্রস্মিতা পাল। খুব বড়সড় আয়োজনে আপত্তি গায়কের।

০৪ ১৪
টলিপাড়া থেকে কারা থাকবেন অনুপম-প্রস্মিতার বিয়েতে? সে সব নিয়ে এখনই বিশেষ আলোচনায় যাচ্ছেন না গায়ক।

টলিপাড়া থেকে কারা থাকবেন অনুপম-প্রস্মিতার বিয়েতে? সে সব নিয়ে এখনই বিশেষ আলোচনায় যাচ্ছেন না গায়ক।

০৫ ১৪
অনুপম বলেন, ‘‘ পাত্রী প্রস্মিতা। সইসাবুদ করেই বিয়েটা হবে। দেখা যাক কী হয়! আমি আশাবাদী বলেই বিয়ে করছি।’’

অনুপম বলেন, ‘‘ পাত্রী প্রস্মিতা। সইসাবুদ করেই বিয়েটা হবে। দেখা যাক কী হয়! আমি আশাবাদী বলেই বিয়ে করছি।’’

০৬ ১৪
এর আগে ২০১৫ সালে পিয়া চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় অনুপমের। প্রায় ছয় বছরের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদ ঘোষণা করেন তাঁরা।

এর আগে ২০১৫ সালে পিয়া চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় অনুপমের। প্রায় ছয় বছরের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদ ঘোষণা করেন তাঁরা।

০৭ ১৪
কলেজে পড়ার সময় অনুপমের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল পিয়ার। এই বন্ধুত্ব পরবর্তী কালে এসে গড়ায় ভালবাসার সম্পর্কে।

কলেজে পড়ার সময় অনুপমের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল পিয়ার। এই বন্ধুত্ব পরবর্তী কালে এসে গড়ায় ভালবাসার সম্পর্কে।

০৮ ১৪
তার পরই বিয়ের সিদ্ধান্ত নেন। তত দিনে অনুপমের প্রথম বিচ্ছেদ হয়ে গিয়েছে।

তার পরই বিয়ের সিদ্ধান্ত নেন। তত দিনে অনুপমের প্রথম বিচ্ছেদ হয়ে গিয়েছে।

০৯ ১৪
পিয়ার সঙ্গে বিয়ের পর অনুপমের পেশাদার জীবন কিংবা ব্যক্তিগত জীবনে কোনও বদল আসেনি।

পিয়ার সঙ্গে বিয়ের পর অনুপমের পেশাদার জীবন কিংবা ব্যক্তিগত জীবনে কোনও বদল আসেনি।

১০ ১৪
একাধিক জনপ্রিয় ছবিতে গান গেয়েছেন, সুরারোপ করেছেন অনুপম। প্রকাশিত হয়েছে কবিতার বই।

একাধিক জনপ্রিয় ছবিতে গান গেয়েছেন, সুরারোপ করেছেন অনুপম। প্রকাশিত হয়েছে কবিতার বই।

১১ ১৪
অন্য দিকে, পিয়া পড়াশোনার সঙ্গে নানা সামাজিক কাজকর্মে নিজেকে জড়িয়ে রেখেছিলেন।

অন্য দিকে, পিয়া পড়াশোনার সঙ্গে নানা সামাজিক কাজকর্মে নিজেকে জড়িয়ে রেখেছিলেন।

১২ ১৪
অনুপমের পরিচালনায় রবীন্দ্রনাথের গানের একক একটি অ্যালবামও প্রকাশিত হয়েছিল পিয়ার।

অনুপমের পরিচালনায় রবীন্দ্রনাথের গানের একক একটি অ্যালবামও প্রকাশিত হয়েছিল পিয়ার।

১৩ ১৪
অনুপমের সঙ্গে বিচ্ছেদ হয় ২০২১ সালে। তার বছর দুয়েকের মাথায় ফের বিয়ে করেন পিয়া। পাত্র পরমব্রত চট্টোপাধ্যায়।

অনুপমের সঙ্গে বিচ্ছেদ হয় ২০২১ সালে। তার বছর দুয়েকের মাথায় ফের বিয়ে করেন পিয়া। পাত্র পরমব্রত চট্টোপাধ্যায়।

১৪ ১৪
 গত বছর নভেম্বর মাসেই সইসাবুদ করে বিয়ে সারেন তাঁরা। এ বার নতুন জীবন শুরু করতে চলেছেন অনুপম।

গত বছর নভেম্বর মাসেই সইসাবুদ করে বিয়ে সারেন তাঁরা। এ বার নতুন জীবন শুরু করতে চলেছেন অনুপম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE