Advertisement
১৫ অক্টোবর ২০২৪
Gossip About Actress

আপত্তিকর ভিডিয়ো ছড়িয়ে যাওয়ায় চর্চায় আসেন, তরুণী এখন সমাজমাধ্যমেরও ‘নায়িকা’

সকল পথের কাঁটা সরিয়ে আবার ঘুরে দাঁড়ান তৃষা। অভিনয়ের পাশাপাশি গান গাওয়াও শুরু করেন তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১০:৪০
Share: Save:
০১ ১৩
Bhojpuri actress Trisha Kar Madhu

পেশায় অভিনেত্রী। কিন্তু শিরোনামে এসেছিলেন আপত্তিকর ভিডিয়ো ছড়িয়ে যাওয়ার কারণে। তিন বছর আগেকার এই ঘটনা তরুণীর কেরিয়ারে দাঁড়ি ফেলেছিল ঠিকই। কিন্তু উপার্জনের নিরিখে তিনি ভোজপুরি ইন্ডাস্ট্রির নামকরা নায়িকাদের তালিকার মধ্যেই পড়েন।

০২ ১৩
Bhojpuri actress Trisha Kar Madhu

তৃষা কর মধু। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। ‘ডেকান ক্রনিকল’ সূত্রে জানা যায়, ‘হম হ্যায় হিন্দুস্তানি’ নামে একটি ধারাবাহিকে শিশু অভিনেত্রী হিসাবে অভিনয়ও করেছিলেন তিনি।

০৩ ১৩
Bhojpuri actress Trisha Kar Madhu

স্কুল-কলেজের পড়াশোনার পর পাকাপাকি ভাবে অভিনয় শুরু করেন তৃষা। বলিপাড়া অথবা দক্ষিণী ফিল্মজগতে নয়। তৃষা তাঁর কেরিয়ার গড়ে তোলেন ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

০৪ ১৩
Bhojpuri actress Trisha Kar Madhu

‘সাকসেসফুল ফেলিওর’, ‘জয় দেব’, ‘নমক হারাম’ এবং ‘দিলজ্বলে ২’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তৃষাকে।

০৫ ১৩
Bhojpuri actress Trisha Kar Madhu

অভিনেত্রী হিসাবে যখন তৃষা তাঁর পরিচিতি তৈরি করছেন, তখনই অন্য এক কারণে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়েন তিনি।

০৬ ১৩
Bhojpuri actress Trisha Kar Madhu

অধিকাংশের দাবি, তৃষা এবং তাঁর প্রেমিকের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো অনলাইনে ছড়িয়ে পড়েছিল। এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর তৃষার অভিনয়জীবনেও প্রভাব পড়ে।

০৭ ১৩
Bhojpuri actress Trisha Kar Madhu

পথের কাঁটা সরিয়ে আবার ঘুরে দাঁড়ান তৃষা। অভিনয়ের পাশাপাশি গান গাওয়াও শুরু করেন তিনি।

০৮ ১৩
Bhojpuri actress Trisha Kar Madhu

মঞ্চে গানের পাশাপাশি নাচ করতেও দেখা যায় তৃষাকে।

০৯ ১৩
Bhojpuri actress Trisha Kar Madhu

সমাজমাধ্যমে নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন তৃষা। ভোজপুরি ফিল্মজগতের আবেদনময়ী নায়িকার তালিকায় শীর্ষে নাম লিখিয়ে ফেলেছেন তিনি।

১০ ১৩
Bhojpuri actress Trisha Kar Madhu

হিন্দি গান হোক অথবা কোনও সংলাপ, তাঁর সঙ্গে তাল মিলিয়ে নাচ অথবা অভিব্যক্তির কোনও ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন তৃষা।

১১ ১৩
Bhojpuri actress Trisha Kar Madhu

কখনও ক্যামেরার দিকে তাকিয়ে থাকা অবস্থায় তৃষাকে কাঁদতে দেখা যায়। কখনও বা অনুগামীদের উদ্দেশে চুমু ছুড়তে দেখা যায়।

১২ ১৩
Bhojpuri actress Trisha Kar Madhu

কম সময়ের মধ্যেই সমাজমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছেন তৃষা। কোনও ভিডিয়ো পোস্ট করার কয়েক মুহূর্তের মধ্যে লাইকের বন্যা বয়ে যায় তাঁর অ্যাকাউন্টে।

১৩ ১৩
Bhojpuri actress Trisha Kar Madhu

ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় অনুগামীর সংখ্যা নজরে পড়ার মতো তৃষার। ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা ১৩ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE