Birth months can predict love and sex life of your personality dgtl
Birth Months Predictions
কেউ রোম্যান্টিক, কেউ শয্যায় তুখোড়, কারও আবেগের ট্র্যাকে দৌড়য় চাহিদার ‘ঘোড়া’, সব লাগাম থাকে জন্মমাসের হাতেই
কোনও ব্যক্তির প্রেম বা যৌনজীবন কেমন হতে পারে তার আভাস দিতে পারে জন্মমাস। ব্যক্তিত্ব এবং ভবিষ্যতের কথা তো ব্যক্ত করেই জন্মমাস, পাশাপাশি প্রেমজীবন, যৌন পছন্দ, আকাঙ্ক্ষা এবং প্রবণতা সম্পর্কে অনেক কিছুই ব্যক্ত করার ক্ষমতা থাকে জন্মমাসের।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ০৯:৪২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২৬
সমস্ত মানুষেরই জন্মমাস তাঁদের জীবনে আলাদা আলাদা অর্থ বয়ে আনে। এক জন ব্যক্তির ব্যক্তিত্ব কেমন হবে ও তিনি কী কী সৌভাগ্যের অধিকারী হবেন তা সে সম্পর্কে তথ্য দেয় তিনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, এক জন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বেশ কিছুটা নির্ভর করে তাঁর জন্মমাসের উপর।
০২২৬
জন্মমাসের পরিপ্রেক্ষিতে অনেকটাই অনুমান করা যায় সেই ব্যক্তির প্রেম বা যৌনজীবন কেমন হতে পারে। ব্যক্তিত্ব এবং ভবিষ্যতের পাশাপাশি যৌন পছন্দ, আকাঙ্ক্ষা এবং প্রবণতা সম্পর্কে অনেক কিছুই ব্যক্ত করার ক্ষমতা থাকে জন্মমাসের। জন্মমাস অনুযায়ী আপনি সঙ্গীর সঙ্গে কেমন যৌথজীবন পছন্দ করেন তা জেনে নেওয়া যাক।
০৩২৬
জানুয়ারি: শীতকালে জন্মানো মানুষেরা সাহসী ও উৎসাহী হন। যৌনজীবনেও সেই প্রভাব পড়ে। সঙ্গীর সঙ্গে মিলিত হওয়ার সময় প্রতি দিনই নতুন কিছু আবিষ্কারে মেতে ওঠেন। জানুয়ারি মাসে যাঁরা জন্মান তাঁরা প্রবল আত্মবিশ্বাসী হন। একই সঙ্গে আবেগপ্রবণও।
০৪২৬
প্রেম প্রকাশ করার সময় এলে এঁরা খুবই রোম্যান্টিক ভাবে তা নিবেদন করতে পারেন। যৌনজীবনেও এঁরা দুঃসাহসী হয়ে উঠতে পারেন। বিপরীত লিঙ্গের মানুষের কাছে এঁরা খুবই আকর্ষণীয় ব্যক্তিত্ব হিসাবে ধরা দেন। জানুয়ারি মাসে জন্মানো ব্যক্তিরা এক বার সঙ্গীর সঙ্গে তাল মেলাতে পারলে প্রেম ও যৌনজীবনের সুখের সাগরে নিজেকে ভাসিয়ে দেন।
০৫২৬
ফেব্রুয়ারি: ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা রাশিচক্রের ‘রোম্যান্টিক জাতক’ বলে চিহ্নিত। এঁরা সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে সম্পর্ককে গুরুত্ব দেন। ভয়হীনতা এঁদের চরিত্রের প্রধান একটি বৈশিষ্ট্য। সম্পর্কে যে কোনও কঠিন পরিস্থিতিকে এঁরা ঠান্ডা মাথায় সামলে নিতে পারেন।
০৬২৬
প্রেমের ক্ষেত্রে এঁরা নিবেদিতপ্রাণ সঙ্গী খোঁজেন। যৌনজীবনে এঁরা আবেগকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। শারীরিক ঘনিষ্ঠতার বদলে ফেব্রুয়ারির জাতকেরা মানসিক ভাবে আগে সংযু্ক্ত হতে পছন্দ করেন। আবেগের সংযোগ তাদের কামনাকে বৃদ্ধি করে।
০৭২৬
মার্চ: মার্চে যদি জন্ম হয় তাহলে আপনি সব সময় প্রেমের সম্পর্কে ডুবে থাকতে চান। বেশ সহানুভূতিশীলও হন মার্চের জাতকেরা। এই গুণটি তাঁদের যৌনজীবন সম্পর্কেও প্রযোজ্য। সঙ্গীর চাহিদাকেও এঁরা গুরুত্ব দিতে পছন্দ করেন।
০৮২৬
সঙ্গীর চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, নিরাপদ যৌনজীবন কাটাতে পছন্দ করেন মার্চের জাতকেরা। এঁদের জীবন কোমলতা, গভীর মানসিক সংযোগ এবং বোঝাপড়া দ্বারা গড়ে ওঠে। তবে সব সময় প্রেমের মধ্যে থাকার আকাঙ্ক্ষা অনেক সময় এঁদের বিপদে ফেলে দেয়। তখন এক জন সঙ্গীকে বেছে নেওয়ার ক্ষেত্রে অসুবিধার মুখোমুখি হতে হয় এঁদের। টানাপড়েনের প্রভাব পড়ে প্রেম ও যৌনজীবনেও।
০৯২৬
এপ্রিল: এপ্রিলে জন্মানো জাতকেরা ভগবানপ্রদত্ত একটি দান নিয়ে জন্মান। সেটি হল চরম আকর্ষণীয় ব্যক্তিত্ব। সেই আকর্ষণের ফাঁদে পা দিয়ে প্রেমে হাবুডুবু খান বিপরীত লিঙ্গের মানুষেরা। যৌনজীবনেও তাঁদের ব্যক্তিত্বের প্রভাব পড়ে। প্রচণ্ড রোম্যান্টিক হয়ে থাকেন এপ্রিলে জন্মানো মানুষেরা।
১০২৬
শোয়ার ঘরে নিত্যনতুন চমক পছন্দ করেন তাঁরা। এপ্রিল মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা তাঁদের যৌনজীবনে সব সময় অ্যাডভেঞ্চারের অনুভূতি নিয়ে আসতে পছন্দ করেন। যৌনতার ক্ষেত্রে উত্তেজনা এবং বৈচিত্র পছন্দ করেন এঁরা। সঙ্গীর সঙ্গে মিলনের প্রতিটি মুহূর্তকে একটি রোমাঞ্চকর অভিজ্ঞতায় পরিণত করতে সিদ্ধহস্ত এঁরা।
১১২৬
মে: মে মাসে যদি জন্ম হয় তা হলে বাকি মাসের জাতকের তুলনায় মদনদেবের কৃপা একটু বেশিই থাকবে আপনার জন্য। কামুক প্রকৃতির হন মে মাসের জাতক-জাতিকারা। মে মাসে জন্মানো ব্যক্তিরা কামের খেলায় অন্যদের বলে বলে গোল দেন।
১২২৬
মে মাসে জন্ম যাঁদের, তাঁরা ইন্দ্রিয়সুখের প্রতি অত্যন্ত আসক্ত হন। সঙ্গীর আকাঙ্ক্ষার প্রতি মনোযোগী হন এবং সেগুলি পূরণ করতে পেরে আনন্দ অনুভব করেন। ফ্যান্টাসির জগতে বিচরণ করতে ভালবাসেন মে মাসের জাতকেরা। যৌন সম্পর্কের ক্ষেত্রে তাঁরা তাঁদের যা কিছু আছে তা বিলিয়ে দেন।
১৩২৬
জুন: জুন মাস যাঁদের জন্মমাস তাঁরা সাধারণত সংবেদনশীল হয়ে থাকেন। তবে প্রেম ও যৌনতা নিয়ে এঁরা সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করতে ভালবাসেন। জুন মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা তাদের যৌনজীবনে সঙ্গীর সঙ্গে এই আলোচনা বা যোগাযোগকে প্রাধান্য দেন।
১৪২৬
সঙ্গীর সঙ্গে মিলিত হওয়ার সময় তাঁর প্রতি জুনের জাতকেরা যত্নবান হন। ঘনিষ্ঠতার সঙ্গে সম্পর্কিত সব কিছু তাঁরা অন্বেষণ করতে পছন্দ করেন। আনন্দ এবং পরীক্ষা-নিরীক্ষাই এঁদের যৌনজীবনের মূল চাবিকাঠি হয়ে ওঠে।
১৫২৬
জুলাই: জুলাই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিদের যৌনজীবনে উৎসাহের এক সহজাত অনুভূতি থাকে। জুলাই মাসে জন্ম নেওয়া মানুষের যৌনজীবন মোটের উপর সন্তোষজনক। নিরাপদ বোধ না করলে অথবা মানসিক ভাবে সংযুক্ত হতে না পারলে তাঁরা যৌনতার চৌহদ্দিতে পা বাড়াতে চান না।
১৬২৬
কিন্তু এক বার তাঁরা আশ্বস্ত বোধ করলে, সঙ্গীর জন্য যে কোনও মূল্য দিতে প্রস্তুত থাকেন। দাম্পত্য সঙ্গী বা প্রেমাস্পদের প্রতি অধিকার ফলাতে পছন্দ করেন।
১৭২৬
অগস্ট: এই মাসের জাতকেরা দু’ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে জন্মান। হয় অত্যন্ত স্বার্থপর অথবা অত্যন্ত উদার মনোভাবাপন্ন হতে পারেন এঁরা। এই মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা আত্মবিশ্বাসী। যৌনজীবনের লাগাম নিজের হাতেই রাখতে পছন্দ করেন এঁরা।
১৮২৬
এঁদের যৌনচাহিদা পূরণ করা বেশ শক্ত। সঙ্গীর কাছে তাঁদের প্রয়োজনীয় সব কিছু পাওয়ার আশায় উন্মুখ হয়ে থাকেন। যৌনতার সময় সরাসরি সঙ্গীর চাহিদা পূরণ করতে পছন্দ করেন না তাঁরা। নিজের সমস্ত চাহিদা পূরণ না হলে এঁদের প্রেমের ক্ষেত্রে অধৈর্য ভাব তৈরি হয়। সে ক্ষেত্রে সঙ্গীকে প্রতারণা করতেও তাঁরা পিছপা হন না।
১৯২৬
সেপ্টেম্বর: সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা যৌনতার প্রতি কৌতূহলী হন। একই সঙ্গে মনে মনে চলে বিশ্লেষণ। যৌনচাহিদার ক্ষেত্রে সঙ্গীর আকাঙ্ক্ষা বুঝতে এবং তাঁদের সন্তুষ্ট করার উপায় খুঁজে পেতে আগ্রহী।
২০২৬
সেপ্টেম্বরের জাতকেরা মানসিক এবং শারীরিক সংযোগ উভয়কেই মূল্য দেন। এই মাসে জন্ম হলে আপনি সঙ্গীর চাহিদা সম্পর্কে মনোযোগী হতে ভালবাসেন। তবে কোনও অবস্থাতেই কোনও প্রলোভনের ফাঁদে পা দিতে ভালবাসেন না তাঁরা। শান্ত ও আরামদায়ক পরিবেশে মিলিত হতে পছন্দ করেন সেপ্টেম্বরের জাতকেরা।
২১২৬
অক্টোবর: এই মাসে আপনার জন্ম হলে আপনার মধ্যে আবেগ ও রোম্যান্টিকতার দুর্দান্ত মেলবন্ধন রয়েছে। এই মাসের জাতকেরা প্রেম ও যৌনতা সব কিছুতেই ভারসাম্য বজায় রাখতে পছন্দ করেন। সঙ্গীর চাহিদার প্রতিও এঁদের দৃষ্টিভঙ্গি যথেষ্ট উদার ও বিবেচনাপূর্ণ। তাঁদের চিন্তাভাবনা, বুদ্ধিমত্তার সঙ্গে সঙ্গীরা তাল মেলাতে না পারলে শারীরিক সম্পর্কে উৎসাহে ভাটা পড়ে যায় অক্টোবরের জাতক-জাতিকাদের।
২২২৬
অক্টোবরে জন্ম যাঁদের, তাঁরা যৌনতার ক্ষেত্রে তাড়াহুড়ো করতে একেবারে পছন্দ করেন না। এঁরা সহজেই বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করতে পারেন। ঠান্ডা মাথায় ধৈর্য ধরে তবেই প্রেম ও সম্পর্কের পথে পা বাড়ান। আবার সঙ্গীর থেকে রোম্যান্টিক প্রত্যাশাও বেশ উঁচুতেই থাকে।
২৩২৬
নভেম্বর: এই মাসে জন্মগ্রহণকারীরা হলেন আবেগপ্রবণ যৌনতার প্রতীক। নভেম্বর মাসে যাঁরা জন্মান তাঁরা যৌন সম্পর্কে তীব্র এবং আবেগপ্রবণ হন। তাঁরা তাঁদের সঙ্গীকে নিজের মতো করে ভালবাসতে চান। উল্টো দিক থেকে একই রকম তীব্র ভালবাসার প্রত্যাশী এঁরা।
২৪২৬
মনের মতো সঙ্গী না পেলে শারীরিক সম্পর্কে জড়ানো একেবারেই না-পসন্দ নভেম্বরের জাতক-জাতিকাদের। ঘনিষ্ঠতার গভীরতা অন্বেষণ করার পাশাপাশি সঙ্গীর সঙ্গে গভীর সংযোগ স্থাপনের জন্য আকাঙ্ক্ষাও যথেষ্ট থাকে এঁদের।
২৫২৬
ডিসেম্বর: তালিকার শেষ মাসে জন্মানো ব্যক্তিদের ক্ষেত্রে যৌনতার মধ্যে অ্যাডভেঞ্চার খোঁজার প্রবণতা খুবই বেশি। সম্পর্কে নতুন নতুন উপায় বার করতে চেষ্টা করেন এঁরা। যৌনজীবনে উত্তেজনা উপভোগ করার ক্ষেত্রে খুবই উৎসাহী ডিসেম্বরে জন্মানো জাতকেরা।
২৬২৬
যদি আপনারও জন্ম ডিসেম্বরে হয় তবে আপনি প্রেম ও যৌনতায় সৃজনশীল ভূমিকা পালন করতে পছন্দ করেন। সম্পর্কের ক্ষেত্রে নিত্যনতুন পরীক্ষা-নিরীক্ষা করতে চান আপনারা। সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা ও উৎসাহ আপনার সঙ্গীর জন্য আনন্দময় হয়ে ওঠে।