ব্রিটিশ নৌবাহিনীর পঞ্চম প্রজন্মের ‘স্টেল্থ’ লড়াকু জেট ‘এফ-৩৫বি লাইটনিং টু’র যুধিষ্ঠির দশা! টানা ২০ দিন পেরিয়ে মালাবার উপকূলে ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে ওই অত্যাধুনিক যুদ্ধবিমান। রোদ-জল-বৃষ্টিতে পুড়লেও নট নড়নচড়ন! সূত্রের খবর, কোনও ভাবেই আর সেটিকে আকাশে ওড়াতে না পারায় এ বার লড়াকু জেটটিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিতে চলেছে আটলান্টিকের পারের দ্বীপরাষ্ট্র। সেই প্রক্রিয়া শেষ হলে সামরিক মালবাহী বিমানে ‘এফ-৩৫বি’র খণ্ডিত টুকরোগুলি দেশে ফিরিয়ে নিয়ে যাবে তারা।
কেরলের তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা পঞ্চম প্রজন্মের ‘স্টেল্থ’ লড়াকু জেটটির মেরামতির অবশ্য কম চেষ্টা করেনি ব্রিটিশ প্রতিরক্ষা দফতর। যুদ্ধবিমানটিকে ফের আকাশে ওড়াতে মোট ৪০ জন ইঞ্জিনিয়ারের একটি দলকে ভারতের দক্ষিণের রাজ্যটিতে পাঠান তাঁরা। জেটটিকে টেনে অন্যত্র নিয়ে যাওয়ার দু’টি যন্ত্রও সঙ্গে ছিল তাঁদের। কিন্তু বহু চেষ্টা করেও যুদ্ধবিমানটির ঠিক কোন অংশের মেরামতির প্রয়োজন, তা বুঝতে পারেননি তাঁরা।