এক-দুই করে ১১ দিন পার। তার পরেও মালাবার উপকূলে ঠায় দাঁড়িয়ে রয়েছে ব্রিটিশ বায়ুসেনার পঞ্চম প্রজন্মের লড়াকু জেট ‘এফ-৩৫বি লাইটনিং টু’। রোদ-জল-বৃষ্টিতে ‘অসহায় ভাবে’ দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি ওই অত্যাধুনিক যুদ্ধবিমান। কিন্তু কেন ওই লড়াকু জেট নিজেদের ছাউনিতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে না ইংরেজ নৌবাহিনী? প্রযুক্তিগত ত্রুটি, না কি নেপথ্যে রয়েছে অন্য কোনও ষড়যন্ত্র? সময় গড়াতেই এই নিয়ে ধীরে ধীরে দানা বাঁধছে সন্দেহ।
‘ব্রিটিশ রয়্যাল নেভি’র যুদ্ধবিমান ‘এফ-৩৫বি’কে নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। কেরলের তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা ইস্তক লড়াকু জেটটিকে ‘হ্যাঙ্গারে’ (যেখানে বিমান দাঁড় করিয়ে রাখা হয়) নিয়ে যাওয়ার অনুরোধ করে ভারত। কিন্তু পত্রপাঠ তা খারিজ করে দেয় ব্রিটিশ নৌসেনা। এর কোনও যুক্তিগ্রাহ্য কারণ এখনও দেখায়নি তাঁরা। ফলে ইংরেজ নৌবাহিনীর উদ্দেশ্য আদৌ সাধু কি না, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।