Advertisement
১২ জানুয়ারি ২০২৬
1 rupee

এই পড়তি বাজারেও যে দেশগুলিতে টাকার দাম বেশি

ভারতীয় টাকার দাম আন্তর্জাতিক বাজারে সমানে পড়ছে। তবে একটি দেশে এখনও ভারতীয় এক টাকার দাম তাদের ৮১ টাকার সমান। বেড়াতে যেতেই পারেন সেখানে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮ ১২:২০
Share: Save:
০১ ১৩
কেন্দ্রের আশ্বাসকে ভুল প্রমাণিত করে টাকার দামে রেকর্ড পতন ঘটেছে।বুধবার দিনের শেষে ১ ডলারের দাম দাঁড়িয়েছে ৭২.০৯ টাকা। তবে ভারতীয় এক টাকার দাম কিছু দেশে এতটাই বেশি, আপনি রাজার মতো বেড়াতে পারবেন সেখানে। ভারতীয় এক টাকা কোনও দেশে তো ৮১ টাকার সমান।

কেন্দ্রের আশ্বাসকে ভুল প্রমাণিত করে টাকার দামে রেকর্ড পতন ঘটেছে।বুধবার দিনের শেষে ১ ডলারের দাম দাঁড়িয়েছে ৭২.০৯ টাকা। তবে ভারতীয় এক টাকার দাম কিছু দেশে এতটাই বেশি, আপনি রাজার মতো বেড়াতে পারবেন সেখানে। ভারতীয় এক টাকা কোনও দেশে তো ৮১ টাকার সমান।

০২ ১৩
ভিয়েতনাম: ভারতীয় এক টাকা প্রায় ৩২২ ভিয়েতনামিজ ডংয়ের সমান। নীল সমুদ্র, বৌদ্ধদের প্যাগোডা, নদী কী নেই এ দেশে! আর ঝকমকে শহর বললেও মনে পড়ে এই দেশেরই কথা।

ভিয়েতনাম: ভারতীয় এক টাকা প্রায় ৩২২ ভিয়েতনামিজ ডংয়ের সমান। নীল সমুদ্র, বৌদ্ধদের প্যাগোডা, নদী কী নেই এ দেশে! আর ঝকমকে শহর বললেও মনে পড়ে এই দেশেরই কথা।

০৩ ১৩
ভেনেজুয়েলা: ভারতীয় এক টাকার দাম এই দেশে প্রায় সাড়ে তিন হাজার ভেনেজুয়েলান বলিভারের সমান (৩৪৫০.৯৫ টাকা)। দক্ষিণ আমেরিকার এই দেশ বেড়ানোর জন্য আদর্শ। বিশেষ করে ক্যারিবীয় উপকূলের রিসর্টগুলি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

ভেনেজুয়েলা: ভারতীয় এক টাকার দাম এই দেশে প্রায় সাড়ে তিন হাজার ভেনেজুয়েলান বলিভারের সমান (৩৪৫০.৯৫ টাকা)। দক্ষিণ আমেরিকার এই দেশ বেড়ানোর জন্য আদর্শ। বিশেষ করে ক্যারিবীয় উপকূলের রিসর্টগুলি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

০৪ ১৩
প্যারাগুয়ে: ভারতীয় এক টাকার দাম প্রায় ৮০.৭ প্যরাগুয়ায়ান গুয়ারানির সমান। একদিকে ইউরোপীয় ঘরানা, অন্য দিকে গুয়ারানি ইন্ডিয়ান। দক্ষিণ আমেরিকার এই দেশটি স্থাপত্যকীর্তি ও প্রাকৃতিক দিক থেকে অনন্য। আজই প্ল্যান করে ফেলুন বেড়াতে যাওয়ার।

প্যারাগুয়ে: ভারতীয় এক টাকার দাম প্রায় ৮০.৭ প্যরাগুয়ায়ান গুয়ারানির সমান। একদিকে ইউরোপীয় ঘরানা, অন্য দিকে গুয়ারানি ইন্ডিয়ান। দক্ষিণ আমেরিকার এই দেশটি স্থাপত্যকীর্তি ও প্রাকৃতিক দিক থেকে অনন্য। আজই প্ল্যান করে ফেলুন বেড়াতে যাওয়ার।

০৫ ১৩
মঙ্গোলিয়া: ভারতীয় এক টাকার দাম এই দেশে প্রায় ৩৪ মঙ্গোলিয়ান টুগরিকের সমান। নোমাডিক সংস্কৃতি জানতে চাইলে বেড়ানোর জন্য এই দেশ আদর্শ।

মঙ্গোলিয়া: ভারতীয় এক টাকার দাম এই দেশে প্রায় ৩৪ মঙ্গোলিয়ান টুগরিকের সমান। নোমাডিক সংস্কৃতি জানতে চাইলে বেড়ানোর জন্য এই দেশ আদর্শ।

০৬ ১৩
লাওস: দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশটি মনাস্ট্রি, পাহাড়-পর্বত, ফরাসি আর্কিটেকচার সবমিলে অত্যন্ত আকর্ষণীয় পর্যটকদের কাছে। ভারতীয় এক টাকার দাম এই দেশে ১১৭ লাওশিয়ান কিপ।

লাওস: দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশটি মনাস্ট্রি, পাহাড়-পর্বত, ফরাসি আর্কিটেকচার সবমিলে অত্যন্ত আকর্ষণীয় পর্যটকদের কাছে। ভারতীয় এক টাকার দাম এই দেশে ১১৭ লাওশিয়ান কিপ।

০৭ ১৩
ইন্দোনেশিয়া: ভারতীয় এক টাকার দাম ইন্দোনেশিয়ায় ২০৫ রুপিয়ার কাছাকাছি। ইকো-ট্যুরিজম, আগ্নেয়গিরি, মনাস্ট্রি সবমিলে পর্যটকদের কাছে একটা জমকালো ব্যাপার ইন্দোনেশিয়া।

ইন্দোনেশিয়া: ভারতীয় এক টাকার দাম ইন্দোনেশিয়ায় ২০৫ রুপিয়ার কাছাকাছি। ইকো-ট্যুরিজম, আগ্নেয়গিরি, মনাস্ট্রি সবমিলে পর্যটকদের কাছে একটা জমকালো ব্যাপার ইন্দোনেশিয়া।

০৮ ১৩
হাঙ্গেরি: ভারতীয় এক টাকার দাম এ দেশ প্রায় ৩.৮৮ হাঙ্গেরিয়ান ফোরিন্ট। রাজধানী বুদাপেস্ট ছাড়াও প্রাচীন স্থাপত্য, নিও-ক্ল্যাসিক্যাল বিল্ডিং, উনিশ শতকের চেন ব্রিজ, বেড়ানোর অসংখ্য জায়গা এই দেশে।

হাঙ্গেরি: ভারতীয় এক টাকার দাম এ দেশ প্রায় ৩.৮৮ হাঙ্গেরিয়ান ফোরিন্ট। রাজধানী বুদাপেস্ট ছাড়াও প্রাচীন স্থাপত্য, নিও-ক্ল্যাসিক্যাল বিল্ডিং, উনিশ শতকের চেন ব্রিজ, বেড়ানোর অসংখ্য জায়গা এই দেশে।

০৯ ১৩
চিলে: ভারতীয় এক টাকার দাম চিলেতে ৯.৫৬ পেসো। আন্দিজ পর্বতমালার পাশেই বেড়াতে গেলে মন্দ হবে না। নিও ক্ল্যাসিকাল ক্যাথিড্রালগুলোও দেখা হয়ে যাবে।

চিলে: ভারতীয় এক টাকার দাম চিলেতে ৯.৫৬ পেসো। আন্দিজ পর্বতমালার পাশেই বেড়াতে গেলে মন্দ হবে না। নিও ক্ল্যাসিকাল ক্যাথিড্রালগুলোও দেখা হয়ে যাবে।

১০ ১৩
কম্বোডিয়া: ভারতীয় এক টাকার দাম কম্বোডিয়ায় প্রায় ৫৬.৬২ কম্বোডিয়ান রিয়েল। কাজেই এই দেশে মনের সুখে বেড়াতে যেতে পারেন।

কম্বোডিয়া: ভারতীয় এক টাকার দাম কম্বোডিয়ায় প্রায় ৫৬.৬২ কম্বোডিয়ান রিয়েল। কাজেই এই দেশে মনের সুখে বেড়াতে যেতে পারেন।

১১ ১৩
কোস্টা রিকা: ভারতীয় এক টাকার দাম এই দেশে ৮.০৩ কোলন। লাতিন আমেরিকার দেশটিতে সমুদ্র, অাগ্নেয়গিরি, জঙ্গল কী নেই। বেড়াতে যেতে পারেন দিব্যি।

কোস্টা রিকা: ভারতীয় এক টাকার দাম এই দেশে ৮.০৩ কোলন। লাতিন আমেরিকার দেশটিতে সমুদ্র, অাগ্নেয়গিরি, জঙ্গল কী নেই। বেড়াতে যেতে পারেন দিব্যি।

১২ ১৩
জ়িম্বাবোয়ে: ভারতীয় এক টাকা এই দেশের ১.৪ ডলারের সমান। বন্য প্রাণ, হোয়াইট রিভার র‌্যাফটিং, বাঞ্জি জাম্পিং সবকিছু এক সঙ্গে পেতে চাইলে এই দেশ বেড়ানোর জন্য আদর্শ।

জ়িম্বাবোয়ে: ভারতীয় এক টাকা এই দেশের ১.৪ ডলারের সমান। বন্য প্রাণ, হোয়াইট রিভার র‌্যাফটিং, বাঞ্জি জাম্পিং সবকিছু এক সঙ্গে পেতে চাইলে এই দেশ বেড়ানোর জন্য আদর্শ।

১৩ ১৩
শ্রীলঙ্কা: ভারতীয় এক টাকার দাম শ্রীলঙ্কায় প্রায় আড়াই রুপির সমান। সমুদ্র, পাহাড়, জঙ্গলে ঘেরা দেশটিতে বেড়াতে যেতেই পারেন। বিশেষ করে সি ফুড খেতে চাইলে এই দেশ আদর্শ।

শ্রীলঙ্কা: ভারতীয় এক টাকার দাম শ্রীলঙ্কায় প্রায় আড়াই রুপির সমান। সমুদ্র, পাহাড়, জঙ্গলে ঘেরা দেশটিতে বেড়াতে যেতেই পারেন। বিশেষ করে সি ফুড খেতে চাইলে এই দেশ আদর্শ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy