Advertisement
E-Paper

বিশেষ জায়গায় আর নিখরচায় কেনাকাটা নয়, ডেবিট কার্ডের নিয়মে বড় বদল আনল এইচডিএফসি ব্যাঙ্ক

এত দিন কোনও রকমের অতিরিক্ত চার্জ ছাড়াই বিমানবন্দরের লাউঞ্জে ঢালাও ডেবিট কার্ড ব্যবহার করতে দিচ্ছিল এইচডিএফসি ব্যাঙ্ক। সেই নিয়ম এ বার পুরোপুরি বদলে ফেলছে দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাঙ্ক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৭:০৩
Representative Picture

—প্রতীকী ছবি।

নতুন বছরে ডেবিট কার্ডের নিয়মে বড় বদল আনল এইচডিএফসি ব্যাঙ্ক। ফলে বিমানবন্দরের লাউঞ্জে আর বিনামূল্যে ব্যবহার করা যাবে না ওই কার্ড। তার বদলে ভাউচারভিত্তিক নতুন পদ্ধতি চালু করেছে দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাঙ্ক। ন্যূনতম ব্যয়ের মাত্রা বৃদ্ধি করতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। চলতি বছরের ১০ জানুয়ারি থেকে নতুন নিয়ম চালু করেছেন এইচডিএফসি ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

কী এই ভাউচারভিত্তিক পদ্ধতি? এত দিন পর্যন্ত এইচডিএফসির গ্রাহকেরা বিমানবন্দরের লাউঞ্জে ডেবিট কার্ড ব্যবহার করে দিব্যি নিজেদের পছন্দসই খাবার কিনতে পারতেন। এর জন্য লাগত না বাড়তি কোনও চার্জ। নতুন নিয়মে বিমানবন্দরের লাউঞ্জে আর ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন না তাঁরা। তার বদলে ডিজিটাল ভাউচার দিয়ে যাবতীয় কাজ সারতে হবে তাঁদের। সংশ্লিষ্ট ভাউচার অবশ্য যে কোনও গ্রাহককে দেওয়া হবে না বলে জানিয়েছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

এইচডিএফসি সূত্রে খবর, যে সমস্ত ডেবিট কার্ড ব্যবহারকারীদের লাউঞ্জে খরচ করার সামর্থ্য রয়েছে, কেবলমাত্র তাঁরাই পাবেন ডিজিটাল ভাউচার। সেই যোগ্যতা নিশ্চিত হলে লিঙ্ক-সহ একটি এসএমএস বা ই-মেল পাবেন সংশ্লিষ্ট গ্রাহক। তাতে ক্লিক করে ‘ওয়ান টাইম পাসওয়ার্ড’ দিতে হবে তাঁকে। এ ভাবে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে একটি ভাউচার কোড বা কিউআর কোড পাবেন ওই ব্যক্তি। সেটা দেখিয়ে বিমানবন্দরের লাউঞ্জে ঢুকতে পারবেন তাঁরা।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, সম্প্রতি বেশির ভাগ ডেবিট কার্ডে কমপ্লিমেন্টারি লাউঞ্জ অ্যাক্সেসের ক্ষেত্রে ত্রৈমাসিক খরচ দ্বিগুণ করার শর্ত দেয় এইচডিএফসি ব্যাঙ্ক। অর্থাৎ এখন থেকে প্রতি তিন মাসে পাঁচ হাজারের বদলে গ্রাহককে সংশ্লিষ্ট কার্ডে খরচ করতে হবে ১০ হাজার টাকা। ব্যবহারকারী অবশ্য সেটা অনলাইন বা অফলাইন, যে কোনও ভাবে করতে পারেন। তবেই বিমানবন্দরের লাউঞ্জের জন্য ডিজিটাল ভাউচার পাবেন তিনি।

ডেবিট কার্ডের ওই খরচ কেবলমাত্র কেনাকাটার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ইউপিআই বা ওয়ালেটের লেনদেন, ক্রেডিট কার্ডের বিল দেওয়া বা ডেবিট কার্ডের মাধ্যমে মাসিক কিস্তির টাকা মেটানোর খরচ ওই ১০ হাজার টাকার মধ্যে ধরা হবে না। উল্লেখ্য, সংশোধিত খরচের এই শর্ত ইনফিনিটি ডেবিট কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওই কার্ডে অবশ্য কোনও ন্যূনতম খরচ ছাড়াই লাউঞ্জে প্রবেশের অনুমতি রয়েছে।

নতুন নিয়মে বিনামূল্যে লাউঞ্জে প্রবেশের সংখ্যা ডেবিট কার্ডের ধরনের উপর নির্ভর করবে। মিলেনিয়া, গিগা ও টাইমস কার্ডের গ্রাহকেরা প্রতি ত্রৈমাসিকে এক বার লাউঞ্জে প্রবেশাধিকার পাবেন। তিন মাসে দু’বার সেখানে ঢুকতে পারবেন প্ল্যাটিনাম ও বিজ়নেস কার্ডের গ্রাহক। ইনফিনিটি কার্ড থাকলে একটি ত্রৈমাসিকে চার বার পর্যন্ত লাউঞ্জে ঢোকা যাবে। এইচডিএফসি জানিয়েছে, ভাউচার তৈরি হয়ে গেলে সেটা পরবর্তী বছরের ত্রৈমাসিক পর্যন্ত বৈধ থাকবে। অর্থাৎ ১০ জানুয়ারি যে ভাউচার তৈরি হবে সেটা এ বছরের ৩০ জুন পর্যন্ত ব্যবহার করতে পারবেন গ্রাহক।

Debit Card New Rule Credit Card Rule Change HDFC Bank
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy