Advertisement
০৬ ডিসেম্বর ২০২৫
Business news

অম্বানীর চালকের মাইনে ২ লক্ষ টাকা, গাড়ি আছে ১৬৮টি! জানতেন?

সম্প্রতি মুকেশ অম্বানী এবং নীতা অম্বানীর বড় ছেলে আকাশের এনগেজমেন্ট হল। তা থেকে একটা আন্দাজ পাওয়া গিয়েছে মাত্র। কিন্তু অম্বানী সম্বন্ধে এই সমস্ত তথ্যগুলো জানতেন কি?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ জুলাই ২০১৮ ১৪:২৫
Share: Save:
০১ ০৯
কতটা ধনী মুকেশ অম্বানী? সম্প্রতি মুকেশ অম্বানী এবং নীতা অম্বানীর বড় ছেলে আকাশের বিয়ে হল। তা থেকে একটা আন্দাজ পাওয়া গিয়েছে মাত্র। কিন্তু অম্বানী সম্বন্ধে এই সমস্ত তথ্যগুলো জানতেন কি?

কতটা ধনী মুকেশ অম্বানী? সম্প্রতি মুকেশ অম্বানী এবং নীতা অম্বানীর বড় ছেলে আকাশের বিয়ে হল। তা থেকে একটা আন্দাজ পাওয়া গিয়েছে মাত্র। কিন্তু অম্বানী সম্বন্ধে এই সমস্ত তথ্যগুলো জানতেন কি?

০২ ০৯
মুকেশ অম্বানীর সম্পত্তির পরিমাণ ৬০০০০০০০০০০০০ টাকা। কি গুণতে গিয়ে মাথাটা ঘেঁটে গেল তো? সেটাই স্বাভাবিক। মুকেশ অম্বানীর সম্পত্তির পরিমাণ ৬ লক্ষ কোটি টাকা!

মুকেশ অম্বানীর সম্পত্তির পরিমাণ ৬০০০০০০০০০০০০ টাকা। কি গুণতে গিয়ে মাথাটা ঘেঁটে গেল তো? সেটাই স্বাভাবিক। মুকেশ অম্বানীর সম্পত্তির পরিমাণ ৬ লক্ষ কোটি টাকা!

০৩ ০৯
অ্যান্টিলিয়া। অম্বানীর ৪০তলা বাড়ি। বিশ্বের অন্যতম দামি বাড়ি এটা। যা করতে খরচ হয়েছে ১,৩১,৫১,০০,০০,০০০ টাকা। পরিমাণটা কত? এ বার একটু কষ্ট করে নিজেই গুনে নিন।

অ্যান্টিলিয়া। অম্বানীর ৪০তলা বাড়ি। বিশ্বের অন্যতম দামি বাড়ি এটা। যা করতে খরচ হয়েছে ১,৩১,৫১,০০,০০,০০০ টাকা। পরিমাণটা কত? এ বার একটু কষ্ট করে নিজেই গুনে নিন।

০৪ ০৯
৪৬৭ কোটি টাকার ব্যক্তিগত বোয়িং এয়ারবাস ৩১৯-এর মালিক তিনি। তাঁর ব্যক্তিগত ফ্যালকন ৯০০ইএক্স জেটও আছে। যার মূল্য ২৮৩ কোটি।

৪৬৭ কোটি টাকার ব্যক্তিগত বোয়িং এয়ারবাস ৩১৯-এর মালিক তিনি। তাঁর ব্যক্তিগত ফ্যালকন ৯০০ইএক্স জেটও আছে। যার মূল্য ২৮৩ কোটি।

০৫ ০৯
অম্বানীর ব্যক্তিগত গাড়ির চালক মাসে কত আয় করে জানেন? বছর দুই আগে তাঁর আয় ছিল প্রতি মাসে ২ লক্ষ টাকা! এ ছাড়াও তাঁর আরও অনেক গাড়ি এবং প্রত্যেকটির জন্য আলাদা চালকও আছেন। তাঁদেরও মাইনে কিছু কম নয়।

অম্বানীর ব্যক্তিগত গাড়ির চালক মাসে কত আয় করে জানেন? বছর দুই আগে তাঁর আয় ছিল প্রতি মাসে ২ লক্ষ টাকা! এ ছাড়াও তাঁর আরও অনেক গাড়ি এবং প্রত্যেকটির জন্য আলাদা চালকও আছেন। তাঁদেরও মাইনে কিছু কম নয়।

০৬ ০৯
অভিনেতাদের মতো মুকেশ অম্বানীর নিজস্ব ভ্যানিটি ভ্যানও আছে। অত্যাধুনিক সেই ভ্যানিটি ভ্যানের ভিতরটাও তাক লাগানোর মতো। কী নেই সেখানে! শুধুমাত্র এই ভ্যানিটি ভ্যানের জন্য মুকেশ অম্বানী খরচ করেছেন ২৫ কোটি টাকা!

অভিনেতাদের মতো মুকেশ অম্বানীর নিজস্ব ভ্যানিটি ভ্যানও আছে। অত্যাধুনিক সেই ভ্যানিটি ভ্যানের ভিতরটাও তাক লাগানোর মতো। কী নেই সেখানে! শুধুমাত্র এই ভ্যানিটি ভ্যানের জন্য মুকেশ অম্বানী খরচ করেছেন ২৫ কোটি টাকা!

০৭ ০৯
রাস্তার ধারে দাঁড়িয়ে ভাঁড়ে চা খেতে আমরা অভ্যস্ত। আর মুকেশ অম্বানী অভ্যস্ত ৩ লক্ষ টাকার জাপানি টি-সেটে।

রাস্তার ধারে দাঁড়িয়ে ভাঁড়ে চা খেতে আমরা অভ্যস্ত। আর মুকেশ অম্বানী অভ্যস্ত ৩ লক্ষ টাকার জাপানি টি-সেটে।

০৮ ০৯
ধনীদের একটু গাড়ির বাতিক থাকে। তা বলে এতগুলো? সব মিলিয়ে প্রায় ১৬৮টি গাড়ি আছে তাঁর। মার্সিডিজ (১০.৫০ কোটি), রোলস রয়েস (৭.৬ কোটি), বেন্টলের (৩.৮৫ কোটি) মতো সবগুলোই দামি।

ধনীদের একটু গাড়ির বাতিক থাকে। তা বলে এতগুলো? সব মিলিয়ে প্রায় ১৬৮টি গাড়ি আছে তাঁর। মার্সিডিজ (১০.৫০ কোটি), রোলস রয়েস (৭.৬ কোটি), বেন্টলের (৩.৮৫ কোটি) মতো সবগুলোই দামি।

০৯ ০৯
আকাশযান এবং স্থলযানই নয়। মুকেশ অম্বানীর ব্যক্তিগত জলযানও আছে। বিলাসবহুল এই জলযানের জন্য অম্বানী খরচ করেছেন ৬৫৭ কোটি টাকা।

আকাশযান এবং স্থলযানই নয়। মুকেশ অম্বানীর ব্যক্তিগত জলযানও আছে। বিলাসবহুল এই জলযানের জন্য অম্বানী খরচ করেছেন ৬৫৭ কোটি টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy