ফের ড্রাগনের রক্তচক্ষু দেখল সাবেক ফরমোজা দ্বীপ! একগুচ্ছ রণতরীতে গোটা এলাকা ঘিরে চিনা নৌসেনা শাসানি দেওয়ায় তাইওয়ানের বেড়েছে রক্তচাপ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা অবশ্য মনে করেন, এর মাধ্যমে আমেরিকাকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ড্রাগন। ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ-রাজনৈতিক অবস্থা যে জটিল হতে চলেছে, তাতে কোনও সন্দেহ নেই।
চলতি বছরের ২ জুন এই ইস্যুতে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন তাইওয়ান সেনাবাহিনীর এক পদস্থ কর্তা। তিনি জানিয়েছেন, মে মাসে দু’টি বিমানবাহী যুদ্ধপোত এবং অন্তত এক ডজন রণতরী গিয়ে গোটা দ্বীপকে ঘিরে ফেলে চিনের ‘পিপল্স লিবারেশন আর্মি’ বা পিএলএ-র নৌবাহিনী। ১ থেকে ২৭ মে পর্যন্ত পীত সাগর এবং দক্ষিণ চিন সাগরে ৭০-এর বেশি যুদ্ধজাহাজ মোতায়েন রেখেছিল বেজিং। পরে ধীরে ধীরে সেগুলিকে অন্যত্র সরিয়ে দেয় ড্রাগন।