পাকিস্তানের হাত শক্ত করতে মরিয়া চিন। চলতি বছরের অগস্ট মাসের মধ্যেই ৩০টি পঞ্চম প্রজন্মের ‘স্টেলথ’ শ্রেণির জে-৩৫এ লড়াকু জেট ইসলামাবাদকে সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে বেজিং। সূত্রের খবর, যুদ্ধবিমানগুলির দামে ৫০ শতাংশ ছাড় দেবে ড্রাগন। চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের এ হেন সিদ্ধান্ত ঘিরে সমাজমাধ্যমে উঠেছে ঝড়। কড়া সমালোচনায় তাঁর বিরুদ্ধে সুর চড়াচ্ছেন সাধারণ মান্দারিনভাষীরাও।
শি সরকারের কাছে চিনা নেটাগরিকদের প্রশ্ন, কেন হঠাৎ পাকিস্তানকে সস্তা দরে পঞ্চম প্রজন্মের ‘স্টেলথ’ শ্রেণির যুদ্ধবিমান বিক্রি করা হচ্ছে? এতে যে আর্থিক লোকসান হবে, সেই অর্থ কী ভাবে বা কোথা থেকে জোগাড় করবে বেজিং? তাঁদের আশঙ্কা, লড়াকু জেটের বাকি টাকা মেটাতে হবে ড্রাগনভূমির সাধারণ খেটে খাওয়া বাসিন্দা ও করদাতাদের। আর তাই জিনপিং প্রশাসনের এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি রয়েছে তাঁদের।