শি জিনপিং ‘ভ্যানিশ’! রহস্যজনক ভাবে হঠাৎই বেমালুম ‘অদৃশ্য’ হয়ে গিয়েছেন চিনা প্রেসিডেন্ট। প্রশাসনিক কর্মসূচি থেকে রাজনৈতিক সভা কিংবা দলীয় কাজ— লম্বা সময় ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছে না তাঁকে। কোথায় উবে গেলেন বেজিঙের সর্বময় কর্তা? তাঁকে গুম করেছেন ষড়যন্ত্রকারীরা? না কি তিনি অসুস্থ? খবর প্রকাশ্যে আসতেই এই সমস্ত প্রশ্নে দুনিয়া জুড়ে পড়ে গিয়েছে শোরগোল। শুধু তা-ই নয়, শি-র কুর্সিদখলকে কেন্দ্র করে গণবিক্ষোভে ড্রাগনভূমি ছারখার হতে পারে বলেও সতর্ক করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশ।
চলতি বছরের ৬ জুলাই ব্রাজ়িলের রিয়ো ডি জেনেইরোতে বৈঠক করেন ‘ব্রিকস’ভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানেরা। সেখানে একমাত্র গরহাজির ছিলেন চিনা প্রেসিডেন্ট জিনপিং। পুতিন সশরীরে উপস্থিত না থাকলেও ছিলেন ভার্চুয়াল মাধ্যমে। পশ্চিমি গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, এ বছরের ২১ মে শেষ বার প্রকাশ্যে আসেন শি। তার পর ১২ দিনের জন্য রহস্যজনক ভাবে ‘গায়েব’ ছিলেন তিনি। ৩০ জুন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার লুকাশিঙ্কে বেজিং সফরে গেলে তাঁর সঙ্গে অবশ্য দ্বিপাক্ষিক বৈঠক করেন জিনপিং। যদিও পরে সংবাদমাধ্যমের সামনে চিনা প্রেসিডেন্টকে নিয়ে একাধিক বিস্ফোরক তথ্য দেন তিনি।