
কৃত্রিম বুদ্ধিমত্তায় (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই) এ বার আমেরিকা বনাম চিন? যুক্তরষ্ট্রের একচ্ছত্র প্রযুক্তির ক্ষেত্রে থাবা বসাচ্ছে বেজিং? ড্রাগনভূমি নতুন ‘ওপেন সোর্স রিজ়নিং মডেল’ বাজারে নিয়ে আসায় উঠে গিয়েছে সেই প্রশ্ন। শুধু তা-ই নয়, এর জন্য ওয়াশিংটনের যাবতীয় বড় প্রযুক্তি সংস্থাগুলিতে ভবিষ্যতে লালবাতি জ্বলতে পারে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন তথ্যপ্রযুক্তি বিশ্লেষকদের একাংশ।

চলতি বছরের (পড়ুন ২০২৫) ২০ জানুয়ারি নতুন ‘ওপেন সোর্স রিজ়নিং মডেল’ চালু করে চিনা স্টার্ট আপ সংস্থা ডিপসিক। এটি প্রকৃতপক্ষে একটি কৃত্রিম মেধা প্রযুক্তি। এর নাম ‘ডিপসিক-আর১’ রেখেছে সংশ্লিষ্ট সংস্থা। সূত্রের খবর, এআই প্রযুক্তিটি তৈরি করতে সমাজমাধ্যম ‘টিকটক’-এর মূল সংস্থা বাইটডান্সের সাহায্য নিয়েছে এই চিনা স্টার্ট আপ।