এ যেন চমকাতে গিয়ে নিজেই চমকে যাওয়া! শেষে বেগতিক বুঝে লেজ গুটিয়ে চম্পট! তাইওয়ান তথা সাবেক ফরমোজ়া দ্বীপকে (পড়ুন রিপাবলিক অফ চায়না বা আরওসি) চক্রব্যূহে ঘেরার সময় চরম ‘বেইজ্জতির’ মুখে পড়ল গণপ্রজাতন্ত্রী চিন (পিপলস রিপাবলিক অফ চায়না)। গোটা ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে বেজিঙের বিমানবাহিনীর শক্তি। পাশাপাশি, প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটিকে ড্রাগনের পক্ষে কব্জা করা যে একেবারেই সহজ নয়, মানছেন সাবেক সেনাকর্তা থেকে শুরু করে প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশ।
সম্প্রতি, তাইওয়ান প্রণালীতে ‘আগ্রাসী’ মহড়া চালানো চিনা লড়াকু জেটের একটি ছবি প্রকাশ করে আরওসি প্রশাসন। এর পরই দুনিয়া জুড়ে শুরু হয় হইচই। কারণ, সংশ্লিষ্ট ছবিতে সাবেক ফরমোজ়ার বিমানবাহিনীকে বেজিঙের যুদ্ধবিমানকে ‘রেডার-লক’ করতে দেখা গিয়েছে। ওই সময় ইচ্ছা করলেই ড্রাগনের জেট ধ্বংস করতে পারত তারা। বিপদ আঁচ করে গতি বাড়িয়ে যুদ্ধবিমান নিয়ে সেখান থেকে পালান মান্দারিনভাষী ফাইটার পাইলট।