ভাগ্য ও পরিস্থিতির বিপাকে পড়ে আজ পথে পথে সাইকেল রিকশা টেনে আইসক্রিম ও কুলফি বেচেন তিনি। এই কাজ করেই পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিতে হয় অশীতিপর এই প্রাক্তন সাংসদকে। তিনি দাবায়া রাম। বেনজির ভুট্টোর আমলে পাকিস্তানের নির্বাচিত সাংসদ। এখন ভারতের হরিয়ানার ফতেহাবাদ জেলার বাসিন্দা। দাবায়া রাম ও তাঁর বিশাল পরিবার বর্তমানে রতনগড় গ্রামে থাকেন।