দক্ষিণ আমেরিকায় (অপর নাম ল্যাটিন আমেরিকা) যুদ্ধের দামামা! চক্রব্যূহে ভেনেজ়ুয়েলাকে ঘিরেছে মার্কিন ফৌজ। আসন্ন বিপদ আঁচ করে হাতিয়ারে শান দিচ্ছে কারকাসও। হাত গুটিয়ে বসে নেই রাশিয়া ও চিনের মতো ‘সুপার পাওয়ার’ দেশগুলিও। ক্যারিবিয়ান সৈকতের ওই সংঘাতকে কেন্দ্র করে বিশ্ব জুড়ে অশান্তির আশঙ্কাকে একেবারই উড়িয়ে দিচ্ছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা। আর তাই ক্রমশ উদ্বেগ বাড়ছে নয়াদিল্লিরও।
‘দ্য ওয়াশিংটন পোস্ট’-সহ একাধিক মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভেনেজ়ুয়েলাকে ঘিরতে ক্যারিবিয়ান সাগরে বিপুল সংখ্যায় রণতরী এবং পরমাণু-ডুবোজাহাজ নামিয়েছে মার্কিন সরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবুজ সঙ্কেত দিলেই রাজধানী কারকাসে হামলা চালাবে তারা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের বড় অংশের দাবি, কুর্সি বদলের মাধ্যমে ল্যাটিন আমেরিকার দেশটিতে ‘পুতুল সরকার’ বসাতে চাইছে ওয়াশিংটন।