আর বহুমাত্রিক নয়। বরং দুই ‘সুপার পাওয়ার’-এ বিভক্ত থাকুক বিশ্ব! ‘রিপাবলিক অফ কোরিয়া’ বা আরওকে-তে (পড়ুন দক্ষিণ কোরিয়া) চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে বৈঠকের পর এ বার সেই ইঙ্গিতই দিলেন যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ইস্যুতে তাঁর করা পোস্ট সমাজমাধ্যমে ভাইরাল হতেই দুনিয়া জুড়ে পড়ে যায় শোরগোল। পৃথিবী দু’ভাগে ভেঙে গেলে কতটা বিপদের মুখে পড়বে ভারত, তাই নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।
চলতি বছরের ৩০ অক্টোবর শি-র সঙ্গে বৈঠক শেষে নিজের সমাজমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, ‘‘খুব শীঘ্রই মিলিত হবে জি২।’’ তাঁর ওই বক্তব্যের পর চিন নিয়ে ভিন্ন সুর শোনা গিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ সচিব (আগে নাম ছিল প্রতিরক্ষা সচিব) পিট হেগসেথের গলায়। বেজিংকে পুরোপুরি শত্রু হিসাবে দেগে দিতে চাননি তিনি। ফলে ট্রাম্প জমানায় আমেরিকার বিদেশনীতিতে বড় বদল আসতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।