কথায় বলে, ‘রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়’। পশ্চিম এশিয়ায় ইরান-ইজ়রায়েল যুদ্ধে অক্ষরে অক্ষরে ফলে গিয়েছে সেই প্রবাদ। সংঘাতের মারাত্মক প্রভাব পড়েছে ইহুদিভূমির প্রতিবেশী মিশরে। সংঘর্ষের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় ‘পিরামিডের দেশ’ প্রায় অন্ধকারে ডুবে যাওয়ার জোগাড়! শুধু তা-ই নয়, যুদ্ধ বন্ধ হলেও তার জেরে অস্থিরতা দেখা গিয়েছে উত্তর আফ্রিকার অন্যান্য দেশেও।
চলতি বছরের ১৩ জুন থেকে ইরানের সঙ্গে সংঘর্ষ বেধে গেলে মিশরকে তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি (লিকুইফায়েড ন্যাচরাল গ্যাস) সরবরাহ বন্ধ করে ইজ়রায়েল। এর জেরে ‘পিরামিডের দেশে’ ব্যাহত হয় বিদ্যুৎ উৎপাদন। কারণ, কায়রোর তড়িৎশক্তি কেন্দ্রগুলি পুরোপুরি তরল প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল। ফলে, ইহুদি সরকার সরবরাহ বন্ধ করায় বিকল্প রাস্তার খোঁজে নেমে পড়েছে প্রেসিডেন্ট আবদেল ফাতাহ অল-সিসির প্রশাসন।