Advertisement
১৯ এপ্রিল ২০২৪
bollywood

তারকা দিদি, অজি ক্রিকেটারের সঙ্গে ঘনিষ্ঠতা, তবে বলিউডে কল্কে পাননি এই তন্বী

পাক বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান আফজলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল অতীতে। বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখাও যেত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২০ ০৯:৫৪
Share: Save:
০১ ১৫
দিদির খ্যাতির পাশে কিছুটা অনুজ্জ্বল-ই যেন ছিলেন। তবু বলিউডে নিজের জায়গা করে নিচ্ছিলেন ধীরে ধীরে। কিন্তু সে ভাবে পায়ের নীচে জমি মজবুত করার আগেই হারিয়ে গেলেন। মালাইকা অরোরার বোন অমৃতা এখন বিস্মৃত হিন্দি সিনেমার দর্শকদের মনে।

দিদির খ্যাতির পাশে কিছুটা অনুজ্জ্বল-ই যেন ছিলেন। তবু বলিউডে নিজের জায়গা করে নিচ্ছিলেন ধীরে ধীরে। কিন্তু সে ভাবে পায়ের নীচে জমি মজবুত করার আগেই হারিয়ে গেলেন। মালাইকা অরোরার বোন অমৃতা এখন বিস্মৃত হিন্দি সিনেমার দর্শকদের মনে।

০২ ১৫
অমৃতার জন্ম ১৯৭৮-এর ৩১ জানুয়ারি, মুম্বইয়ে। তাঁর মা জয়েস পলিকার্প ছিলেন মালয়ালি ক্যাথলিক সম্প্রদায়ের। বাবা অনিল অরোরা আদতে ছিলেন পঞ্জাবের বাসিন্দা। কাজ করতেন মার্চেন্ট নেভিতে।

অমৃতার জন্ম ১৯৭৮-এর ৩১ জানুয়ারি, মুম্বইয়ে। তাঁর মা জয়েস পলিকার্প ছিলেন মালয়ালি ক্যাথলিক সম্প্রদায়ের। বাবা অনিল অরোরা আদতে ছিলেন পঞ্জাবের বাসিন্দা। কাজ করতেন মার্চেন্ট নেভিতে।

০৩ ১৫
অমৃতার বয়স যখন ৬ বছর, তাঁর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ৬ বছরের অমৃতা এবং ১১ বছরের মালাইকাকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন তাঁদের মা, জয়েস।

অমৃতার বয়স যখন ৬ বছর, তাঁর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ৬ বছরের অমৃতা এবং ১১ বছরের মালাইকাকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন তাঁদের মা, জয়েস।

০৪ ১৫
চেম্বুরের স্বামী বিবেকানন্দ স্কুল থেকে পড়াশোনা করেন অমৃতা। গ্র্যাজুয়েশন করার পরে তাঁর ছবিতে অভিনয় শুরু। প্রথম ছবি ‘কিতনে দূর কিতনে পাস’ মুক্তি পায় ২০০২ সালে। বিপরীতে নায়ক ছিলেন ফারদিন খান। কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

চেম্বুরের স্বামী বিবেকানন্দ স্কুল থেকে পড়াশোনা করেন অমৃতা। গ্র্যাজুয়েশন করার পরে তাঁর ছবিতে অভিনয় শুরু। প্রথম ছবি ‘কিতনে দূর কিতনে পাস’ মুক্তি পায় ২০০২ সালে। বিপরীতে নায়ক ছিলেন ফারদিন খান। কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

০৫ ১৫
সে বছরই মুক্তি পায় অমৃতার আর একটি ছবি ‘আওয়ারা পাগল দিওয়ানা’। এই ছবিটি বাণিজ্যিক দিক দিয়ে অপেক্ষাকৃত সফল। কিন্তু তার পরেও ব্যর্থ নায়িকার তকমা পিছু ছাড়েনি অমৃতার।

সে বছরই মুক্তি পায় অমৃতার আর একটি ছবি ‘আওয়ারা পাগল দিওয়ানা’। এই ছবিটি বাণিজ্যিক দিক দিয়ে অপেক্ষাকৃত সফল। কিন্তু তার পরেও ব্যর্থ নায়িকার তকমা পিছু ছাড়েনি অমৃতার।

০৬ ১৫
‘জমিন’, ‘মুঝসে শাদি করোগি’, ‘হে বেবি’,‘ওম শান্তি ওম’, ‘গোলমাল রিটার্নস’ অমৃতার ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য। ২০০২ থেকে শুরু করে টানা সাত বছর বলিউডে অভিনয় করেন অমৃতা। তবে কোনওদিনই প্রথমসারির নায়িকা হয়ে উঠেত পারেননি।

‘জমিন’, ‘মুঝসে শাদি করোগি’, ‘হে বেবি’,‘ওম শান্তি ওম’, ‘গোলমাল রিটার্নস’ অমৃতার ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য। ২০০২ থেকে শুরু করে টানা সাত বছর বলিউডে অভিনয় করেন অমৃতা। তবে কোনওদিনই প্রথমসারির নায়িকা হয়ে উঠেত পারেননি।

০৭ ১৫
তবে জনপ্রিয়তা না এলেই গুঞ্জন পিছু ছাড়েনি অমৃতার। পাক বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান আফজলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল অতীতে। বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখাও যেত।

তবে জনপ্রিয়তা না এলেই গুঞ্জন পিছু ছাড়েনি অমৃতার। পাক বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান আফজলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল অতীতে। বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখাও যেত।

০৮ ১৫
পরবর্তী সময়ে অমৃতা-উসমান অংশ নেন অমিতাভ বচ্চনের কেবিসি-তেও। নিজেদের সম্পর্ক নিয়ে সেখানে আভাসও দেন অমৃতা। কিন্তু শেষ অবধি তাঁদের সম্পর্ক স্থায়ী হয়নি।

পরবর্তী সময়ে অমৃতা-উসমান অংশ নেন অমিতাভ বচ্চনের কেবিসি-তেও। নিজেদের সম্পর্ক নিয়ে সেখানে আভাসও দেন অমৃতা। কিন্তু শেষ অবধি তাঁদের সম্পর্ক স্থায়ী হয়নি।

০৯ ১৫
২০০৯ সালে অমৃতা বিয়ে করেন ব্যবসায়ী শাকিল লদাককে। নির্মাণ ব্যবসায়ী শাকিলের এটা দ্বিতীয় বিয়ে ছিল। এর আগে তাঁর স্ত্রী ছিলেন অমৃতার বান্ধবী নিশা রানা।

২০০৯ সালে অমৃতা বিয়ে করেন ব্যবসায়ী শাকিল লদাককে। নির্মাণ ব্যবসায়ী শাকিলের এটা দ্বিতীয় বিয়ে ছিল। এর আগে তাঁর স্ত্রী ছিলেন অমৃতার বান্ধবী নিশা রানা।

১০ ১৫
শোনা গিয়েছিল, শাকিল-নিশার বিয়ে ভাঙার পিছনে কারণ ছিলেন অমৃতা। তাঁর জন্যই নাকি নিশার থেকে সরে এসেছিলেন শাকিল। কিন্তু পরে এই দাবি উড়িয়ে দেন অমৃতার মা জয়েস।

শোনা গিয়েছিল, শাকিল-নিশার বিয়ে ভাঙার পিছনে কারণ ছিলেন অমৃতা। তাঁর জন্যই নাকি নিশার থেকে সরে এসেছিলেন শাকিল। কিন্তু পরে এই দাবি উড়িয়ে দেন অমৃতার মা জয়েস।

১১ ১৫
জয়েসের দাবি, ২০০৬ সালে নিশার সঙ্গে শাকিলের বিচ্ছেদের পরে দানা বাঁধে শাকিল-অমৃতা সম্পর্ক। তিন বছর পরে তাঁরা বিয়ে করেন।

জয়েসের দাবি, ২০০৬ সালে নিশার সঙ্গে শাকিলের বিচ্ছেদের পরে দানা বাঁধে শাকিল-অমৃতা সম্পর্ক। তিন বছর পরে তাঁরা বিয়ে করেন।

১২ ১৫
বিয়ের পর অভিনয় কার্যত ছেড়েই দেন অমৃতা। ২০১০ সালে জন্ম হয় তাঁর প্রথম সন্তান, আজানের। দু’বছর পরে শাকিল-অমৃতার সংসারে নতুন অতিথির আগমন। দ্বিতীয় পুত্রসন্তান রায়ানের মা হন অমৃতা।

বিয়ের পর অভিনয় কার্যত ছেড়েই দেন অমৃতা। ২০১০ সালে জন্ম হয় তাঁর প্রথম সন্তান, আজানের। দু’বছর পরে শাকিল-অমৃতার সংসারে নতুন অতিথির আগমন। দ্বিতীয় পুত্রসন্তান রায়ানের মা হন অমৃতা।

১৩ ১৫
দীর্ঘ বিরতির পরে ২০১৫ সালে ফের অভিনয়ে ফেরেন অমৃতা। তবে এ বার আর বড় পর্দায় নয়। তাঁকে দেখা গিয়েছিল টেলিভিশন সিরিয়াল ‘কুছ তো হ্যায় তেরে মেরে দরমিয়াঁ’-তে।

দীর্ঘ বিরতির পরে ২০১৫ সালে ফের অভিনয়ে ফেরেন অমৃতা। তবে এ বার আর বড় পর্দায় নয়। তাঁকে দেখা গিয়েছিল টেলিভিশন সিরিয়াল ‘কুছ তো হ্যায় তেরে মেরে দরমিয়াঁ’-তে।

১৪ ১৫
অভিনেত্রীর পাশাপাশি অমৃতা একজন মডেল, টেলিভিশন উপস্থাপিকা এবং ভিডিয়ো জকি। ফোটোগ্রাফি এবং শরীরচর্চা তাঁর অন্যতম শখ। নিয়মিত অভিনয় না করলেও ইন্ডাস্ট্রিতে তাঁর ঘনিষ্ঠ বন্ধুর সংখ্যা কম নয়।

অভিনেত্রীর পাশাপাশি অমৃতা একজন মডেল, টেলিভিশন উপস্থাপিকা এবং ভিডিয়ো জকি। ফোটোগ্রাফি এবং শরীরচর্চা তাঁর অন্যতম শখ। নিয়মিত অভিনয় না করলেও ইন্ডাস্ট্রিতে তাঁর ঘনিষ্ঠ বন্ধুর সংখ্যা কম নয়।

১৫ ১৫
কপূর পরিবারের দুই বোন করিশ্মা-করিনা এবং শাহরুখের স্ত্রী গৌরী খানের সঙ্গে খুবই ঘনিষ্ঠ অমৃতা। প্রায়ই তাঁদের দেখা যায় বিভিন্ন পার্টিতে। (ছবি: আর্কাইভ ও ফেসবুক)

কপূর পরিবারের দুই বোন করিশ্মা-করিনা এবং শাহরুখের স্ত্রী গৌরী খানের সঙ্গে খুবই ঘনিষ্ঠ অমৃতা। প্রায়ই তাঁদের দেখা যায় বিভিন্ন পার্টিতে। (ছবি: আর্কাইভ ও ফেসবুক)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE