Advertisement
১৮ ডিসেম্বর ২০২৫
dev adhikari

বরফের দেশে দেব-রুক্মিণী দু’জনে, এক সঙ্গে কি?

কোথায় বেড়াতে গিয়েছিলেন? আদৌ কি এক সঙ্গে বেড়াতে গিয়েছিলেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৮ ১২:৪৩
Share: Save:
০১ ১০
বলি-টলি সব পাড়াতেই বিয়ের মরশুম। গুঞ্জন রয়েছে তাঁদের নিয়েও। দেব-রুক্মিণী। না, সরাসরি বিয়ের ঘোষণা নয়। কিন্তু এত দিনের বন্ধুত্বের ট্যাগ সরিয়ে রুক্মিণী যে দেবের বাগদত্তা সে বিষয় স্পষ্ট হয়ে গেল। কী ভাবে?

বলি-টলি সব পাড়াতেই বিয়ের মরশুম। গুঞ্জন রয়েছে তাঁদের নিয়েও। দেব-রুক্মিণী। না, সরাসরি বিয়ের ঘোষণা নয়। কিন্তু এত দিনের বন্ধুত্বের ট্যাগ সরিয়ে রুক্মিণী যে দেবের বাগদত্তা সে বিষয় স্পষ্ট হয়ে গেল। কী ভাবে?

০২ ১০
দেবের প্রোডাকশনের সব ছবিতেই রুক্মিণী ছিলেন তাঁর সঙ্গী। এমনকি ‘হইচই আনলিমিটেড’-এর মতো ছবিতে নিজে অভিনয় না করেও বাজেট থেকে প্রচার, সব দেখাশোনার দায়িত্ব ‘আমাদের ছবি’ বলে নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ‘ককপিট’ নায়িকা।

দেবের প্রোডাকশনের সব ছবিতেই রুক্মিণী ছিলেন তাঁর সঙ্গী। এমনকি ‘হইচই আনলিমিটেড’-এর মতো ছবিতে নিজে অভিনয় না করেও বাজেট থেকে প্রচার, সব দেখাশোনার দায়িত্ব ‘আমাদের ছবি’ বলে নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ‘ককপিট’ নায়িকা।

০৩ ১০
এ বার ঘনিষ্ঠতা আরও বেড়ে গিয়েছে। বরফের দেশে বেড়াতে গিয়েছেন দু’জনে। কিন্তু এক সঙ্গে কি? সেটাই প্রশ্ন।

এ বার ঘনিষ্ঠতা আরও বেড়ে গিয়েছে। বরফের দেশে বেড়াতে গিয়েছেন দু’জনে। কিন্তু এক সঙ্গে কি? সেটাই প্রশ্ন।

০৪ ১০
একই রকম দেখতে দু’জোড়া জুতো। পরস্পরের পায়ের উপর রাখা। এরকমই জুতোর পোস্ট করা হয়েছে বেড়ানো শুরুর ছবি হিসেবে। কেউ জানে না কাদের ছবি! অথচ সবাই জানে...

একই রকম দেখতে দু’জোড়া জুতো। পরস্পরের পায়ের উপর রাখা। এরকমই জুতোর পোস্ট করা হয়েছে বেড়ানো শুরুর ছবি হিসেবে। কেউ জানে না কাদের ছবি! অথচ সবাই জানে...

০৫ ১০
সোশ্যাল মিডিয়া দু’জনেরই অনুরাগীদের কমেন্টে ভরে গিয়েছে। রুক্মিণী লিখেছিলেন, ‘এনিবডি দেয়ার’, কমেন্টে অনুরাগীরা লিখেছেন, ‘ইওর লাভ ইজ দেয়ার’।

সোশ্যাল মিডিয়া দু’জনেরই অনুরাগীদের কমেন্টে ভরে গিয়েছে। রুক্মিণী লিখেছিলেন, ‘এনিবডি দেয়ার’, কমেন্টে অনুরাগীরা লিখেছেন, ‘ইওর লাভ ইজ দেয়ার’।

০৬ ১০
ইনস্টাগ্রামের ছবি থেকে বিষয়টা যেন আরও খানিকটা স্পষ্ট যে, এক সঙ্গেই এখন বরফের দেশে উষ্ণতা ছড়াচ্ছেন দেব-রুক্মিণী। তবে ছবির পোস্টিংয়ে রয়েছে নানা রহস্য! এই তাঁবুতে রুক্মিণী কি একাই ছিলেন বেড়াতে গিয়ে?

ইনস্টাগ্রামের ছবি থেকে বিষয়টা যেন আরও খানিকটা স্পষ্ট যে, এক সঙ্গেই এখন বরফের দেশে উষ্ণতা ছড়াচ্ছেন দেব-রুক্মিণী। তবে ছবির পোস্টিংয়ে রয়েছে নানা রহস্য! এই তাঁবুতে রুক্মিণী কি একাই ছিলেন বেড়াতে গিয়ে?

০৭ ১০
অপর এক জন লিখেছেন, ‘ইয়েস দেব ইজ দেয়ার।’ কিন্তু অনেকেই জানতে চেয়েছেন, জায়গাটি কোথায়? রুক্মিনী বা দেব কেউ জায়গার নাম জানাননি। এ দিকে দেবের ছবিতে আর্কটিক সার্কেল দেখা যাচ্ছে। কেউ লিখেছেন ফিনল্যান্ড, কেউ জার্মানি, কেউ বা বলেছেন, এটা তো আইসল্যান্ড। কিন্তু জায়গার নাম কারও ছবিতেই নেই। এতেই শেষ নয়।

অপর এক জন লিখেছেন, ‘ইয়েস দেব ইজ দেয়ার।’ কিন্তু অনেকেই জানতে চেয়েছেন, জায়গাটি কোথায়? রুক্মিনী বা দেব কেউ জায়গার নাম জানাননি। এ দিকে দেবের ছবিতে আর্কটিক সার্কেল দেখা যাচ্ছে। কেউ লিখেছেন ফিনল্যান্ড, কেউ জার্মানি, কেউ বা বলেছেন, এটা তো আইসল্যান্ড। কিন্তু জায়গার নাম কারও ছবিতেই নেই। এতেই শেষ নয়।

০৮ ১০
দেবের ইনস্টাগ্রামে আলাদা করে আর্কটিক সার্কেলের ছবি। আর রুক্মিণীর ইনস্টাগ্রামেও বরফপুরীর মাঝে তাঁবু বা ইগলু হাউসের নৈসর্গ।

দেবের ইনস্টাগ্রামে আলাদা করে আর্কটিক সার্কেলের ছবি। আর রুক্মিণীর ইনস্টাগ্রামেও বরফপুরীর মাঝে তাঁবু বা ইগলু হাউসের নৈসর্গ।

০৯ ১০
কখনও বরফ মাখা গাছের ডাল কেঁপে কেঁপে উঠছে রুক্মিণীর হাতের ছোঁওয়ায়। মনোরম দৃশ্য। কিন্তু দু’জনে এক সঙ্গে নেই কোনও ছবিতেই।

কখনও বরফ মাখা গাছের ডাল কেঁপে কেঁপে উঠছে রুক্মিণীর হাতের ছোঁওয়ায়। মনোরম দৃশ্য। কিন্তু দু’জনে এক সঙ্গে নেই কোনও ছবিতেই।

১০ ১০
কিন্তু এই রহস্য কেন? বিয়ের আগেই বরফ ভ্রমণ সারলেও তা কি প্রকাশ্যে আনতে চাইছেন না দেব-রুক্মিণী? প্রশ্নটা অধরাই থাক।

কিন্তু এই রহস্য কেন? বিয়ের আগেই বরফ ভ্রমণ সারলেও তা কি প্রকাশ্যে আনতে চাইছেন না দেব-রুক্মিণী? প্রশ্নটা অধরাই থাক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy