Advertisement
১৮ এপ্রিল ২০২৪
tollywood

গ্ল্যামারের ছটায় ঝলসে গেল গৌরব-দেবলীনার রিসেপশন পার্টি, দেখুন ফোটো অ্যালবাম

শুধু বর কনের পোশাকই নয়। রোমান ক্যাথলিক রীতি মেনে অনুষ্ঠানে ছিল ওয়েডিং কেক-ও। তাঁদের বিয়ে উপলক্ষে বসেছিল চাঁদের হাট।

নিজস্ব প্রতিবেদন শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ১৬:৩০
Share: Save:
০১ ১৭
সাত জন্মের সম্পর্কে তিন বার তিন ভিন্ন মতে বাঁধা পড়লেন গৌরব-দেবলীনা। প্রথমে সনাতনী হিন্দু রীতির পরে ইসলাম মত এবং সবার শেষে ক্যাথলিক মতে দেবলীনাকে বিয়ে করলেন উত্তমকুমারের নাতি গৌরব।

সাত জন্মের সম্পর্কে তিন বার তিন ভিন্ন মতে বাঁধা পড়লেন গৌরব-দেবলীনা। প্রথমে সনাতনী হিন্দু রীতির পরে ইসলাম মত এবং সবার শেষে ক্যাথলিক মতে দেবলীনাকে বিয়ে করলেন উত্তমকুমারের নাতি গৌরব।

০২ ১৭
পি সি চন্দ্র গার্ডেনে নবদম্পতি হাজির ছিলেন পশ্চিমী সাজে। এ যেন ‘সপ্তপদী’-র কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এবং রিনা ব্রাউনের বিয়ের আসর।

পি সি চন্দ্র গার্ডেনে নবদম্পতি হাজির ছিলেন পশ্চিমী সাজে। এ যেন ‘সপ্তপদী’-র কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এবং রিনা ব্রাউনের বিয়ের আসর।

০৩ ১৭
হিমেল রাতে একে অন্যের অনামিকায় আংটি পরিয়ে দিলেন গৌরব-দেবলীনা।

হিমেল রাতে একে অন্যের অনামিকায় আংটি পরিয়ে দিলেন গৌরব-দেবলীনা।

০৪ ১৭
শুধু বর কনের পোশাকই নয়। রোমান ক্যাথলিক রীতি মেনে অনুষ্ঠানে ছিল ওয়েডিং কেক-ও। তাঁদের বিয়ে উপলক্ষে বসেছিল চাঁদের হাট।

শুধু বর কনের পোশাকই নয়। রোমান ক্যাথলিক রীতি মেনে অনুষ্ঠানে ছিল ওয়েডিং কেক-ও। তাঁদের বিয়ে উপলক্ষে বসেছিল চাঁদের হাট।

০৫ ১৭
ফুল দিয়ে সাজানো বাহারি টেবিলে রাখা ছিল কেক। তার পাশে দাঁড়িয়ে ফ্রেমবন্দি হল চট্টোপাধ্যায় ও কুমার পরিবার।

ফুল দিয়ে সাজানো বাহারি টেবিলে রাখা ছিল কেক। তার পাশে দাঁড়িয়ে ফ্রেমবন্দি হল চট্টোপাধ্যায় ও কুমার পরিবার।

০৬ ১৭
কেকের টুকরো পরস্পরের মুখে তুলে দিলেন গৌরব ও দেবলীনা।

কেকের টুকরো পরস্পরের মুখে তুলে দিলেন গৌরব ও দেবলীনা।

০৭ ১৭
এর আগে বৈদিক রীতি মতে সনাতনী রীতির বিয়েতে কোনও কন্যা সম্প্রদান হয়নি। দেবলীনার ইচ্ছেতেই এই রীতি অনুসরণ করা হয়েছে।

এর আগে বৈদিক রীতি মতে সনাতনী রীতির বিয়েতে কোনও কন্যা সম্প্রদান হয়নি। দেবলীনার ইচ্ছেতেই এই রীতি অনুসরণ করা হয়েছে।

০৮ ১৭
রিসেপশনের রাতে ক্যামেরার সামনে দেবলীনার বাবা দেবাশিস কুমার।

রিসেপশনের রাতে ক্যামেরার সামনে দেবলীনার বাবা দেবাশিস কুমার।

০৯ ১৭
অতিথি আপ্যায়নের ফাঁকে এক চিলতে সময় বার করে লেন্সবন্দি হলেন গৌরবের মা-ও।

অতিথি আপ্যায়নের ফাঁকে এক চিলতে সময় বার করে লেন্সবন্দি হলেন গৌরবের মা-ও।

১০ ১৭
আমন্ত্রিতদের মধ্যে ছিলেন সন্দীপ্তা। ঘন নীল রঙের শাড়িতে নজর কেড়ে নিলেন টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেত্রী।

আমন্ত্রিতদের মধ্যে ছিলেন সন্দীপ্তা। ঘন নীল রঙের শাড়িতে নজর কেড়ে নিলেন টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেত্রী।

১১ ১৭
আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন দিতিপ্রিয়া রায়। পর্দার রানি রাসমণি এ দিন ছিলেন পুরোদস্তুর পশ্চিমী সাজে। প্রসঙ্গত ধারাবাহিকে গৌরব অভিনয় করেন তাঁর জামাই মথুরামোহন বিশ্বাসের ভূমিকায়।

আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন দিতিপ্রিয়া রায়। পর্দার রানি রাসমণি এ দিন ছিলেন পুরোদস্তুর পশ্চিমী সাজে। প্রসঙ্গত ধারাবাহিকে গৌরব অভিনয় করেন তাঁর জামাই মথুরামোহন বিশ্বাসের ভূমিকায়।

১২ ১৭
তবে শুধু গৌরব-দেবলীনাই নয়। চট্টোপাধ্যায় পরিবারে আরও এক বার বিয়ের সানাইয়ের সুর বাজতে চলেছে। বিয়ে করছেন তরুণকুমারের নাতি সৌরভ। হবু স্ত্রী অভিনেত্রী ত্বরিতার সঙ্গে তিনি ছিলেন পার্টির অন্যতম আকর্ষণ। ভারতীয় সাজে পার্টি আলো করে থাকলেন আর এক অভিনেত্রী কনীনিকাও। সঙ্গে স্বামী সুরজিৎ।

তবে শুধু গৌরব-দেবলীনাই নয়। চট্টোপাধ্যায় পরিবারে আরও এক বার বিয়ের সানাইয়ের সুর বাজতে চলেছে। বিয়ে করছেন তরুণকুমারের নাতি সৌরভ। হবু স্ত্রী অভিনেত্রী ত্বরিতার সঙ্গে তিনি ছিলেন পার্টির অন্যতম আকর্ষণ। ভারতীয় সাজে পার্টি আলো করে থাকলেন আর এক অভিনেত্রী কনীনিকাও। সঙ্গে স্বামী সুরজিৎ।

১৩ ১৭
হাল্কা শীতের আমেজে পার্টিতে জমে গেল ওস্তাদ রাশিদ খানের সঙ্গে অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় ও ঈশান মজুমদারের আড্ডা।

হাল্কা শীতের আমেজে পার্টিতে জমে গেল ওস্তাদ রাশিদ খানের সঙ্গে অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় ও ঈশান মজুমদারের আড্ডা।

১৪ ১৭
নবদম্পতির সঙ্গে পোজ দিলেন মানালি এবং তাঁর স্বামী অভিমন্যু। মানালি এবং অভিমন্যুও বিয়ে করেছেন কয়েক মাস আগে।

নবদম্পতির সঙ্গে পোজ দিলেন মানালি এবং তাঁর স্বামী অভিমন্যু। মানালি এবং অভিমন্যুও বিয়ে করেছেন কয়েক মাস আগে।

১৫ ১৭
পার্টির থিম অনুযায়ী পাশ্চাত্য ঘরানায় সেজেছিলেন দেবলীনার দুই ননদ, নবমিতা এবং মৌমিতা। চট্টোপাধ্যায় পরিবারের প্রাক্তন জামাই হলেও আমন্ত্রিত ছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।

পার্টির থিম অনুযায়ী পাশ্চাত্য ঘরানায় সেজেছিলেন দেবলীনার দুই ননদ, নবমিতা এবং মৌমিতা। চট্টোপাধ্যায় পরিবারের প্রাক্তন জামাই হলেও আমন্ত্রিত ছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।

১৬ ১৭
অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, রাজর্ষি দে-সহ টলিপাড়ার বহু তারকাকেই দেখা গেল পার্টিতে।

অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, রাজর্ষি দে-সহ টলিপাড়ার বহু তারকাকেই দেখা গেল পার্টিতে।

১৭ ১৭
নৃত্যশিল্পী অলকানন্দা রায় তাঁর ইউনিক সাজে নজর কাড়লেন পার্টিতে। গায়ক সুরজিৎকে পাওয়া গেল তাঁর চেনা মেজাজেই।

নৃত্যশিল্পী অলকানন্দা রায় তাঁর ইউনিক সাজে নজর কাড়লেন পার্টিতে। গায়ক সুরজিৎকে পাওয়া গেল তাঁর চেনা মেজাজেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE