Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Bollywood

বলিউড তারকাদের এই দেহরক্ষীদের বেতন শুনলে চোখ কপালে উঠবে!

বলি সেলেবদের ছায়াসঙ্গী এঁরা। বি-টাউনের এই দেহরক্ষীরা জনপ্রিয়তায় একজন সেলিব্রিটির থেকে কোনও অংশে কম নয়। তাঁদের বেতনও বেশ ঈর্ষণীয়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৮ ১০:২৫
Share: Save:
০১ ০৯
বলি সেলেবদের ছায়াসঙ্গী এঁরা। ২৪ ঘণ্টা তারকাদের নিরাপত্তার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। বি-টাউনের এই দেহরক্ষীরা জনপ্রিয়তায় একজন সেলিব্রিটির থেকে কোনও অংশে কম নয়। তাঁদের বেতনও বেশ ঈর্ষণীয়। আমির থেকে সলমন—বলি তারকাদের দেহরক্ষীদের বেতন শুনলে চোখ কপালে উঠবে।

বলি সেলেবদের ছায়াসঙ্গী এঁরা। ২৪ ঘণ্টা তারকাদের নিরাপত্তার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। বি-টাউনের এই দেহরক্ষীরা জনপ্রিয়তায় একজন সেলিব্রিটির থেকে কোনও অংশে কম নয়। তাঁদের বেতনও বেশ ঈর্ষণীয়। আমির থেকে সলমন—বলি তারকাদের দেহরক্ষীদের বেতন শুনলে চোখ কপালে উঠবে।

০২ ০৯
শাহরুখ খান: বলিউড বাদশার দেহরক্ষার দায়িত্ব সামলান রবি সিংহ। শাহরুখ ছাড়াও ক্যাটরিনা-সহ অনেক বলি তারকার নিরাপত্তার গুরুদায়িত্বও পালন করেছে রবি। দেশে কোনও আন্তর্জাতিক তারকা এলে তাঁদের নিরাপত্তার দায়িত্ব যায় রবির উপরেই। প্যারিস হিলটন-সহ অনেক সেলিব্রিটির দেহরক্ষী হিসেবে কাজ করেছেন তিনি। রবিকে বছরে আড়াই কোটি টাকা বেতন দেন শাহরুখ।

শাহরুখ খান: বলিউড বাদশার দেহরক্ষার দায়িত্ব সামলান রবি সিংহ। শাহরুখ ছাড়াও ক্যাটরিনা-সহ অনেক বলি তারকার নিরাপত্তার গুরুদায়িত্বও পালন করেছে রবি। দেশে কোনও আন্তর্জাতিক তারকা এলে তাঁদের নিরাপত্তার দায়িত্ব যায় রবির উপরেই। প্যারিস হিলটন-সহ অনেক সেলিব্রিটির দেহরক্ষী হিসেবে কাজ করেছেন তিনি। রবিকে বছরে আড়াই কোটি টাকা বেতন দেন শাহরুখ।

০৩ ০৯
আমির খান: ‘মিস্টার পারফেকশনিস্ট’ চরিত্র বাছাইয়ের ব্যাপারে যেমন খুঁতখুঁতে দেহরক্ষী বাছাইয়ের ব্যাপারেও তেমনি সচেতন। গত দু’বছর ধরে আমিরের নিরাপত্তার দায়িত্ব রয়েছে ‘এস সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’ নামে একটি সংস্থার উপর। ওই সংস্থা থেকেই আমিরের দেহরক্ষীর দায়িত্ব দেওয়া হয়েছে যুবরাজ গোরপাড়ের উপর। বলিউডে বেশ জনপ্রিয় যুবরাজ। তাঁর বেতন বছরে ২ কোটি টাকা।

আমির খান: ‘মিস্টার পারফেকশনিস্ট’ চরিত্র বাছাইয়ের ব্যাপারে যেমন খুঁতখুঁতে দেহরক্ষী বাছাইয়ের ব্যাপারেও তেমনি সচেতন। গত দু’বছর ধরে আমিরের নিরাপত্তার দায়িত্ব রয়েছে ‘এস সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’ নামে একটি সংস্থার উপর। ওই সংস্থা থেকেই আমিরের দেহরক্ষীর দায়িত্ব দেওয়া হয়েছে যুবরাজ গোরপাড়ের উপর। বলিউডে বেশ জনপ্রিয় যুবরাজ। তাঁর বেতন বছরে ২ কোটি টাকা।

০৪ ০৯
সলমন খান: ভাইজানের ছায়াসঙ্গী শেরা। তাঁকে একপ্রকার অন্ধের মতোই ভরসা করেন সলমন। কৃষ্ণসার হত্যা মামলায় সলমনের সাজা ঘোষণার পর জোধপুর জেলে তাঁকে নিয়ে যাওয়ার সময়েও সর্বক্ষণ ভাইজানের আশপাশেই দেখা গিয়েছে তাঁকে। এমনকি ভারতে কোনও আন্তর্জাতিক তারকা এলেও ডাক পড়ে শেরার। বছরে তাঁকে ২ কোটি টাকা বেতন দেন সলমন।

সলমন খান: ভাইজানের ছায়াসঙ্গী শেরা। তাঁকে একপ্রকার অন্ধের মতোই ভরসা করেন সলমন। কৃষ্ণসার হত্যা মামলায় সলমনের সাজা ঘোষণার পর জোধপুর জেলে তাঁকে নিয়ে যাওয়ার সময়েও সর্বক্ষণ ভাইজানের আশপাশেই দেখা গিয়েছে তাঁকে। এমনকি ভারতে কোনও আন্তর্জাতিক তারকা এলেও ডাক পড়ে শেরার। বছরে তাঁকে ২ কোটি টাকা বেতন দেন সলমন।

০৫ ০৯
অমিতাভ বচ্চন: বিগ বি-কে রক্ষার গুরুদায়িত্ব পালন করেন জীতেন্দ্র শিন্ডে। নিজস্ব বডিগার্ড এজেন্সির ব্যবসা থাকলেও অমিতাভ বচ্চনের দেহরক্ষীর কাজটি নিজের কাঁধেই রেখেছেন তিনি। জীতেন্দ্রর বেতন বছরে দেড় কোটি টাকার কাছাকাছি।

অমিতাভ বচ্চন: বিগ বি-কে রক্ষার গুরুদায়িত্ব পালন করেন জীতেন্দ্র শিন্ডে। নিজস্ব বডিগার্ড এজেন্সির ব্যবসা থাকলেও অমিতাভ বচ্চনের দেহরক্ষীর কাজটি নিজের কাঁধেই রেখেছেন তিনি। জীতেন্দ্রর বেতন বছরে দেড় কোটি টাকার কাছাকাছি।

০৬ ০৯
অক্ষয় কুমার: বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের স্টান্ট এবং মার্শাল আর্টের দক্ষতা কারও অজানা নয়। তাই অভিনেতার নিরাপত্তার দায়িত্বও দেওয়া হয়েছে তেমনই একজন দক্ষ লোকের উপরেই। শ্রেসে থেলে শুধু অক্ষয় নয় তাঁর ছেলে আরভের নিরাপত্তার দায়িত্বেও রয়েছেন। শ্রেসে ওরফে শ্রি-র স্মরণশক্তি নাকি সাঙ্ঘাতিক। বছরে দেড় কোটির কাছাকাছি বেতন পান তিনি।

অক্ষয় কুমার: বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের স্টান্ট এবং মার্শাল আর্টের দক্ষতা কারও অজানা নয়। তাই অভিনেতার নিরাপত্তার দায়িত্বও দেওয়া হয়েছে তেমনই একজন দক্ষ লোকের উপরেই। শ্রেসে থেলে শুধু অক্ষয় নয় তাঁর ছেলে আরভের নিরাপত্তার দায়িত্বেও রয়েছেন। শ্রেসে ওরফে শ্রি-র স্মরণশক্তি নাকি সাঙ্ঘাতিক। বছরে দেড় কোটির কাছাকাছি বেতন পান তিনি।

০৭ ০৯
দীপিকা পাড়ুকোন: দীপিকার দেহরক্ষীর দায়িত্ব সামলান জালাল। এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, জালাল শুধু তাঁর দেহরক্ষীই নন, তাঁকে ভাইয়ের মতো দেখেন তিনি। প্রতি বছর রাখীও বাঁধেন। বেতনও দেন মনের মতোই। নায়িকার নিরাপত্তার গুরুদায়িত্ব সামলানোর জন্য বছরে ৮০ লক্ষ থেকে ১ কোটি টাকা বেতন পান জালাল।

দীপিকা পাড়ুকোন: দীপিকার দেহরক্ষীর দায়িত্ব সামলান জালাল। এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, জালাল শুধু তাঁর দেহরক্ষীই নন, তাঁকে ভাইয়ের মতো দেখেন তিনি। প্রতি বছর রাখীও বাঁধেন। বেতনও দেন মনের মতোই। নায়িকার নিরাপত্তার গুরুদায়িত্ব সামলানোর জন্য বছরে ৮০ লক্ষ থেকে ১ কোটি টাকা বেতন পান জালাল।

০৮ ০৯
হৃতিক রোশন: দেহরক্ষীর থেকেও ময়ূর শেট্টিগারকে ভাই বলতেই বেশি পছন্দ করেন হৃতিক। তাঁর নিরপত্তার দায়িত্ব পুরোপুরি ময়ূরের উপরেই। হৃতিক ছাড়াও রানি মুখোপাধ্যায়, অমিতাভ বচ্চন, প্রীতি জিন্টা-সহ অনেক বলি তারকারই দেহরক্ষী হিসেবে কাজ করেছেন ময়ূর। তাঁর বেতন বছরে কোটি টাকার কাছাকাছি।

হৃতিক রোশন: দেহরক্ষীর থেকেও ময়ূর শেট্টিগারকে ভাই বলতেই বেশি পছন্দ করেন হৃতিক। তাঁর নিরপত্তার দায়িত্ব পুরোপুরি ময়ূরের উপরেই। হৃতিক ছাড়াও রানি মুখোপাধ্যায়, অমিতাভ বচ্চন, প্রীতি জিন্টা-সহ অনেক বলি তারকারই দেহরক্ষী হিসেবে কাজ করেছেন ময়ূর। তাঁর বেতন বছরে কোটি টাকার কাছাকাছি।

০৯ ০৯
সানি লিওন: নিজের নিরাপত্তার দায়িত্ব ইউসুফ ইব্রাহিমের উপর দিয়েই নিশ্চিন্ত রয়েছেন সানি লিওন। নায়িকা জানিয়েছেন, একজন অভিনেতা বা অভিনেত্রীর নিরাপত্তার দিকটি প্রাধান্য দেওয়া উচিত এবং সেই কাজ খুব ভাল করেই পালন করেন ইউসুফ। তাঁর বেতন বছরে কোটি টাকার কাছাকাছি।

সানি লিওন: নিজের নিরাপত্তার দায়িত্ব ইউসুফ ইব্রাহিমের উপর দিয়েই নিশ্চিন্ত রয়েছেন সানি লিওন। নায়িকা জানিয়েছেন, একজন অভিনেতা বা অভিনেত্রীর নিরাপত্তার দিকটি প্রাধান্য দেওয়া উচিত এবং সেই কাজ খুব ভাল করেই পালন করেন ইউসুফ। তাঁর বেতন বছরে কোটি টাকার কাছাকাছি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE