Famous Hollywood Actors Who Worked In Bollywood Movies dgtl
HollywoodActors in Hindi Movies
এই হলিউড স্টারেরা বলিউডেও অভিনয় করেছেন, কোন কোন ছবিতে দেখে নিন
বলিউড থেকে হলিউডে গিয়ে কাজ করা তো আর চাট্টিখানি কথা নয়। আর সবার কপালেও হলিউডি ছবিতে কাজ করার সুযোগ তেমন ভাবে আসেও না।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৭ ১২:২৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
সিলভেস্টার স্ট্যালোন: এই বিখ্যাত হলিউড স্টার অক্ষয় কুমরারের সঙ্গে ‘কমবখত ইস্ক’ ছবিতে অভিনয় করেছেন।
০২১০
ডেনিস রিচার্ডস: আমেরিকার এই নামী অভিনেত্রী ‘স্টারশিপ ট্রুপার্স’, ‘ওয়াইল্ড থিংস’, ‘বন্ড গার্ল’-এর মতো বিখ্যাত সব ছবিতে অভিনয় করেছেন। তাঁকে অক্ষয় কুমারের সঙ্গে ‘কমবখত ইস্ক’ছবিতে রোমান্স করতে দেখা গিয়েছে।
০৩১০
দেশের বাজারে নতুন উদ্যম নিয়ে ফিরবে বলে আশা বিশেষজ্ঞদের।
০৪১০
বারবারা মোরি: ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘কাইটস’-এ হৃতিক রোশনের বিপরীতে তাঁকে দেখা গিয়েছিল। বি টাউনে কান পাতলে শোনা যায়, বারবারা-হৃতিকের অতিরিক্ত মেলামেশার কারণেই নাকি সুজানের সঙ্গে হৃতিকের সম্পর্ক ভেঙে গিয়েছিল।
০৫১০
ব্যান্ডন রউথ: সুপারম্যানখ্যাত এই হলিউড হাঙ্ক ‘কমবখ্ত ইস্ক’ ছবিতে অভিনয় করেছিলেন।
০৬১০
ক্লাইভ স্ট্যান্ডেন: ‘রবিড হুড’ এবং ‘গেম অব থ্রোনস’-এর মতো বিখ্যাত প্রোজেক্টে কাজ করেছেন ক্লাইভ। ২০০৭ সালে মুক্তি পাওয়া ছবি ‘নমস্তে লন্ডন’ ছবিতে ক্যাটরিনা কইফের সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছে তাঁকে।
০৭১০
ক্রিস্টোফার বি ডানকান: ‘দ্য অ্যাভেঞ্জার্স’, ‘হিরো ফ্যাক্টরি’-র মতো ছবিতে অভিনয় করেছেন ক্রিস্টোফার। ২০১০ সালের ছবি ‘মাই নেম ইজ খান’-এও অভিনয় করেছিলেন তিনি।
০৮১০
ব্যান্ডে রডরিক: ‘স্টারস্কি অ্যান্ড হাচ’-এর এই অভিনেত্রী রীতেশ দেশমুখ অভিনীত ছবি ‘আউট অব কন্ট্রোল’-এ অভিনয় করেছিলেন।
০৯১০
টোবি স্টিফেন্স: ‘ডাই অ্যানাদার ডে’-এর মতো বিখ্যাত ছবিতে অভিনয় করা টোবি ‘দ্য রাইজিং: বালাড অব মঙ্গল পান্ডে’ ছবিতেও কাজ করেছিলেন।
১০১০
কাইলি মিনোগ: ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘ব্লু’-এ হলিউড সেনশেসন কাইলি মিনোগকে ‘চিগি উইগি’ গানটিতে দেখা গিয়েছিল।